সুকন্যা পাল, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতা:

খাটুরা শিল্পাঞ্জলি'র ব্যবস্থাপনায় প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ে (বালক বিভাগ ) অনুষ্ঠিত হলো পুতুল  নাট্য বিষয়ে সেমিনার ও পুতুল নাট্য কলার প্রদর্শন। সেমিনারের বিষয় ছিল 'শিক্ষার মাধ্যম হিসেবে পুতুলনাট্য কলার ব্যবহার ও গুরুত্ব।' অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন আশীষ চক্রবর্তী প্রধান শিক্ষক প্রীতিলতা বয়েজ, অশোক পাল প্রধান শিক্ষক ইছাপুর হাই স্কুল, দেবাশীষ মুখোপাধ্যায় প্রধান শিক্ষক খাটুরা বয়েজ স্কুল, অভিক ভট্টাচার্য শিক্ষক গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশান্ত পাল শিক্ষক খাটুরা বয়েজ স্কুল। শিল্পাঞ্জলির শিল্পী কণিকা দাস মঙ্গলগীতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সঙ্গতে ছিলেন মুকুল দাস। শিল্পাঞ্জলির পক্ষ থেকে সম্মানীয় অতিথিদের বরণ করে নেওয়া হয়। মঙ্গলদীপ প্রজ্বলন  করেন অতিথিবৃন্দ। শিল্পাঞ্জলীর শিল্পী সোমা মজুমদারের সঞ্চালনায় মূল আলোচনা পর্ব শুরু হয়। প্রত্যেক বক্তার কথাতেই উঠে আসে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রমকে আরও আনন্দদায়ক ও আকর্ষণীয় করতে তুলতে পুতুল শিল্পকলার  ইতিবাচক ভূমিকার কথা। দৃশ্য শ্রাব্য ব্যবস্থাপনার সাথে পুতুলের মত আকর্ষণীয় বিষয় কঠিন, জটিল পাঠক্রমকে কত সহজভাবে ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরা সম্ভব পুতুল শিল্পকলার মাধ্যমে এই বিষয়ে সোমা মজুমদারের বক্তব্যকে সকলে স্বাগত জানান। আলোচনা পর্বে শেষে শিল্পাঞ্জলীর পুতুল শিল্পকলার শিল্পী সোমা মজুমদার, তানিয়া দাস, তাপস কর্মকার, শরণ্যা বিশ্বাস, রাহুল অধিকারী প্রমূখ বিভিন্ন পুতুলের প্রদর্শনী করে ছাত্র-ছাত্রীদের দেখান। শিল্পাঞ্জলির অভিভাবিকা দিপালী বিশ্বাসের তত্ত্বাবধানে সমস্ত বিষয়টি পরিচালিত হয়। শিল্পাঞ্জলি সম্পাদক মলয় বিশ্বাসের ভাষণে সমগ্র দিনের অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

(www.theoffnews.com puppet show Shilpanjali)

 

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours