আজকাল সিংহভাগ মিডিয়ার খবর মানেই তথাকথিত চিরাচরিত ঘরানার সংবাদ। এক ক্লান্তিকর ইজিম ভিত্তিক পরিবেশন। প্রকাশ্যে আপোষহীনতার হম্বিতম্বি। পর্দার আড়ালে তোয়াজের গোপন সন্তুষ্টি। চুলোয় যাক শ্রোতা থেকে দর্শক ও পাঠক।অনেক হয়েছে আর নয়। শ্রোতার শ্রবণ, দর্শকের দর্শণ, পাঠকের পাঠন অন্তত এবার হোক মর্যাদার ও সম্মানের। হোক একান্ত ভরসার। আর সেই স্বতন্ত্র ভাবনার একক তপস্বী যে ‘দ্য অফনিউজ’। শ্রোতার মনণে, দর্শকের স্মরণে ও পাঠকের চিন্তনের যা কিছু বাস্তব প্রতিফলন তারই যথার্থ প্রতিবিম্ব হল ‘দ্য অফনিউজ’।আমরা আপোষহীন মোটেও নয়। মনুষ্যত্বের সঙ্গে আমাদের আপোষের প্রতিশ্রুতি। সমাজের কোমনীয়তায় আমাদের উপস্থাপনা পাখির উড়ন্ত পালকের মতো নম্র। অথচ ক্ষমতায়নের দাম্ভিক দলনে আমরা দাবানলের চরিত্রে জেহাদী। আমরা চলতি ভাষার পরিপন্থী। আমরা সাহসী পরিবর্তনপন্থী। গোপন বন্ধুত্বে আমরা বিরোধী। অযথা অচ্ছুৎমার্গে আমাদের আপত্তি।খোলামেলা মতপ্রকাশে আমরা নীলচে অফুরান আকাশ। আমরা সমস্যার সাদা-কালো উত্তরণে শক্তমাটির দিগন্তব্যপ্তি জমি। গেল গেল রাখঢাকে পরোয়া আমাদের নেই। তৈলমর্দনে ফেঁপে ওঠার বাসনাও আমাদের নেই। আক্ষরিক অর্থে নেট দুনিয়ার ওয়েব-নিউজে আমরাই প্রকৃত ভিন্ন স্বাদের ‘দ্য অফনিউজ’। আজকের। আগামীদিনের…

এডিটর: সুবীর পাল
ম্যানেজিং এডিটর: সুকন্যা পাল