দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:

পথেই আলাপিনী সমিতির বসন্ত উৎসব উদযাপন।একদিকে বেদনা বিধুর। বেদনা বিধুর এই কারণে ২০২১ সাল থেকে তারা গৃহহীন। কবি পত্নী স্মৃতি বিজড়িত মৃনালিনীর নতুন ঘর থেকে নির্মম ও অন্যায় ভাবে তদানীন্তন বিশ্বভারতী প্রশাসনিক নির্দেশে বিতাড়িত হন। আরেক দিকে আশার কথা। ফুল, পাতা মনে জাগায় সেই আশা। ১৯১৬ সালে কবি জ্যেষ্ঠ দ্বীজেন্দ্রনাথ ঠাকুর এই আলাপিনী মহিলা সমিতির প্রতিষ্ঠা করেন। 

আলাপিনী মহিলা সমিতির সদস্যা শর্মিলা রায় জানান আলাপিনী মহিলা সমিতির পূর্বাপর ইতিহাস। কিভাবে মনোরমা দেবী, কিরণবালা সেন প্রমুখ মিসেস গ্ৰীনের কাছে ধাত্রীবিদ্যা শিক্ষা লাভ করে গ্ৰামে গ্ৰামে প্রসূতি মায়েদের সেবা শুশ্রুষা করতেন। ১৯৫৩ সালে আনন্দ পাঠশালার আবির্ভাব আলাপিনী সমিতির হাত ধরে বললে অতিশোয়ক্তি হবে না। তাদের দেখাশোনাও করতেন সদস্যারা। 

আগে শান্তিনিকেতনে  আনন্দপাঠশালার সামনে নাচ, গান ও পাঠের মধ‍্য দিয়ে আলাপিনী সমিতির বর্ষামঙ্গল, বসন্ত উৎসব অনুষ্ঠানের মধ‍্য দিয়ে প্রকৃতিকে আহ্বান জানাতো। এখন সেই কাজ ধারাবাহিক ভাবে করে থাকে আলাপিনী সমিতি। 

এক সদস্যা বলেন, মূল বিষয় হলো, আমরা কোনও অধিবেশন বন্ধ করি না। প্রতিবারই এই আশা নিয়ে থাকি, এবার আমরা আমাদের ঘরটা ফিরে পাব। এবারও স্থায়ী উপাচার্য প্রবীর কুমার ঘোষ সদ্য দায়িত্ব পেয়েছেন। তাঁর কাছেও আমাদের আশা থাকবে। আলাপিনী সমিতি কোনও দিন কারও কোনও ক্ষতি করেনি, করেও না। বরং অনেক সামাজিক দায়িত্ব পালন করে থাকে। 

উল্লেখ্য, ২০২১ সালের ৩১ ডিসেম্বর আলাপিনী মহিলা সমিতির সভাগৃহ বন্ধ করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণা ও দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শতবর্ষ অধিক পুরাতন একটা প্রতিষ্ঠান, যার সাময়িক পত্রিকা ‘শ্রেয়সী’ প্রকাশের বয়স শতবর্ষ অধিক, তার প্রবীণ  সদস্যাদের বিভিন্ন অনুষ্ঠান করতে হচ্ছে বিশ্বভারতীর গেটের সামনে। ঐতিহ্যবাহী খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরেই চলতো তাঁদের মাসিক দুইবার অধিবেশনের কাজ। ১৯৫৬ সালে বিশ্বভারতীর উপাচার্য তথা রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানী ছিলেন এই সমিতির সদস্যা। শুধু তাই নয়, কবিপত্নী মৃণালিনী ও নোবেল জয়ী অমর্ত্য সেনের মা অমিতা সেনের মত বিশিষ্টজনেরা বিভিন্ন সময়ে এই সমিতির সদস্য পদ অলংকৃত করেছেন। ১৯১৬ সালে জন্মলাভ করা এই সমিতি বন্ধ করে দেওয়ায় খুব সমস্যায় পড়েছেন সমিতির বরিষ্ঠ সদস্যারা। আজ তাঁরা গৃহহীন।

(www.theoffnews.com Shantiniketan dol utsav Alapini Samiti)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours