সুকন্যা পাল, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতা:

উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌর টাউন হলে খাঁটুরা শিল্পাঞ্জলি আয়োজিত রং সংস্কৃতি উৎসব ২০২৫ অত্যন্ত জাঁকজমকের সঙ্গে সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের সূচিতে অন্তর্ভুক্ত ছিল সন্মাননা প্রদান, পুতুল নাটক, পুতুল নাচ, নৃত্যনাট্য, মূকনাটক এবং আরও নানা আকর্ষণীয় পরিবেশনা।

কনিকা দাসের গাওয়া মঙ্গল গীতি দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পিতা শঙ্কর দত্ত, শুভঙ্কর ভট্টাচার্য, সংস্কার ভারতীর প্রান্ত সম্পাদক পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, যুব পুরস্কার প্রাপ্ত সোমা দাস এবং গঙ্গারিডি পাপেট থিয়েটারের পরিচালক প্রদীপ সরদার। ঐতিহ্যবাহী বেণী পুতুল নাচের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। মঙ্গল দীপ প্রজ্বলনের মাধ্যমে অতিথিরা উৎসবের সূচনা করেন। সংস্থার শিক্ষিকা এবং শিল্পীরা অতিথিদের মানপত্র এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান। অতিথিরা তাঁদের শুভেচ্ছা বক্তব্যে শিল্পাঞ্জলির পুতুল নাট্যচর্চার এবং ৩৮ বছরের সুস্থ সংস্কৃতি চর্চার ভূয়সী প্রশংসা করেন।

শিল্পাঞ্জলির ভরতনাট্যম এবং কত্থক বিভাগের ছাত্রীরা মনোমুগ্ধকর নৃত্যনাট্য উপস্থাপন করেন। আমন্ত্রিত মূক নাটক "উত্তরা রা" পরিবেশন করেন আগরপাড়ার সোমা মাইম থিয়েটার। আমন্ত্রিত নৃত্যনাট্য "রাধা কাহিনী" পরিবেশিত হয় বসিরহাটের অনয় ডান্স ট্রুপের পক্ষ থেকে। ঐতিহ্যবাহী দণ্ড পুতুল নাচ উপস্থাপন করেন প্রদীপ সরদার।

শিল্পাঞ্জলি প্রযোজিত সুতোপুতুল নাটক "অথঃ পাদুকা কথা" পরিবেশন করেন সংস্থার পুতুল নাট্য বিভাগের শিল্পীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের "জুতা আবিষ্কার"-এর ভিত্তিতে এই পুতুল নাটকটি রচনা করেছেন শঙ্খব্রত বিশ্বাস। নাটকের পরিচালনা করেন সোমা মজুমদার এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন দীপালি বিশ্বাস। পুতুল সঞ্চালনার দায়িত্বে ছিলেন সোমনাথ সিনহা, তাপস কর্মকার, তানিয়া সরকার, রাহুল অধিকারী, অমিত দাম, সুনন্দা বিশ্বাস, রোহিত সাহা এবং সোমা মজুমদার।

উপস্থিত দর্শকদের উপস্থিতি প্রেক্ষাগৃহকে পূর্ণ করে তোলে। সংস্থার সম্পাদক মলয় বিশ্বাস অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলকে ধন্যবাদ জানিয়ে রং সংস্কৃতি উৎসব ২০২৫-এর সমাপ্তি ঘোষণা করেন।

(www.theoffnews.com puppet show Gobordanga)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours