সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

একদিন ভোরে জনৈক সন্ন্যাসী তাঁর শিষ্যদেরকে নিয়ে একটি নদীর ধারে পৌঁছলেন। সেখানে তাঁরা দেখলেন, একটি পরিবারের কিছু লোক নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আলাপ আলোচনা হতে হতেই হঠাৎ তাদের মধ্যে রেগে গিয়ে চিৎকার শুরু হয়।

এই কাণ্ডকারখানা দেখে সন্ন্যাসী শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন, "রাগ করলে লোকেরা পরস্পরের সঙ্গে চিৎকার করে কথা বলে কেন?"

শিষ্যরা তাঁকে উত্তর দিল, "কারণ মানুষ রাগে মনের শান্তি হারিয়ে ফেলে।"

তখন সন্ন্যাসী আবার জিজ্ঞেস করলেন, “কিন্তু যখন অন্য মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তখন তার সঙ্গে চিৎকার করে কথা বলার দরকার কী? আমরা নিচু স্বরে যা খুশি বলতে পারি।”

শিষ্যরা উত্তর দিতে পারল না।

সন্ন্যাসী তখন তাঁদের বুঝিয়ে বললেন, "যখন দুজন লোক একে অপরের ওপর রেগে যায়, তখন তাদের হৃদয় একে অপরের থেকে দূরে চলে যায় এবং সেই অবস্থায় তারা চিৎকার ছাড়া একে অপরকে শুনতে পায় না। তারা যত রেগে যাবে, তাদের মধ্যে দূরত্ব তত বেশি হবে এবং তাদের তত বেশি চিৎকার করতে হবে।”

তারপর সন্ন্যাসী বললেন, “দুজন মানুষ প্রেমে পড়লে কী হয়? তখন তারা কোনও চিৎকার করে না বরং খুব আস্তে আস্তে কথা বলে, কারণ তাদের হৃদয় তখন কাছাকাছি থাকে, তাদের মধ্যে দূরত্ব থাকে না বললেই চলে। আর যখন তারা একে অন্যকে খুব বেশি ভালবাসতে শুরু করে তখন কী ঘটে? তারপরে তারা কথাও বলে না, তারা কেবল একে অপরের দিকে তাকায় এবং বুঝতে পারে অন্য জন কী বলছে।"

শিক্ষা: রাগে, আপনার হৃদয়কে দূরে যেতে দেবেন না। কথা বলবেন না, এতে দূরত্ব আরও বাড়তে পারে, হয়ত এতটাই দূরত্ব হবে যে ফেরার আর পথ থাকবে না।

(www.theoffnews. com angry shouting)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours