দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:
ভোটে জয়ী প্রধান মন্ত্রী সুস্মিত গড়াই। শনিবারই ঠিক করা হলো পাঁচ ক্যাবিনেট মন্ত্রী। নির্বাচনে নিকটতম দুজন প্রতিদ্বন্দ্বীকে অনেকটাই পিছনে ফেলে জয় লাভ করেন প্রধানমন্ত্রী পদ প্রার্থী সুস্মিত গড়াই। প্রধানমন্ত্রী শীঘ্রই ক্যাবিনেট গঠন করেন। শিক্ষা মন্ত্রী, খাদ্য মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রীরা শপথ বাক্য পাঠ করে তাঁদের দায়িত্ব ভার গ্রহণ করেন। প্রার্থীদের মধ্যে খাদ্য মন্ত্রী কিতাবুল সেখ, স্বাস্থ্য মন্ত্রী জিনাতুন খাতুন, পরিবেশ মন্ত্রী আরশি চক্রবর্তী এবং ক্রীড়া মন্ত্রী অঙ্কিত বীরবংশী।
এতক্ষণ যা পড়লেন মনে হতে পারে দেশের সাধারণ লোকসভা নির্বাচন তো দেরী আছে। তাহলে এতক্ষণ কী পড়লাম!
শনিবার বোলপুরে জাতীয় ভোটার দিবসে শিশু সংসদ গঠনের প্রক্রিয়া অনুষ্ঠিত হলো বোলপুর বই মেলার মাঠ ডাকবাংলো ময়দানে বোলপুর নিবিড় চক্রের মুলুক নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে এক ছায়া নির্বাচনের মাধ্যমে। এক কথায় নির্বাচন ছিল প্রধানমন্ত্রীর। সাধারণ নির্বাচনের আদলে ছিল এই ভোট গ্রহণ। প্রার্থীদের নামের ব্যালট ছাপানো হয়। ক্লাসের ভাল পড়ুয়াদের মনোনীত প্রার্থী করা হয়। স্কুলের এটেণ্ডেস খাতায় হলো ভোটার তালিকা। নির্বাচনে সকল পড়ুয়ারা এদিন ভোটাধিকার প্রয়োগ করেন। পড়ুয়াদের লম্বা লাইন। বইমেলার মাঠে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষক সংসদের স্টলে প্রবেশ করতেই হাতে ব্যালট পেপার ধরিয়ে দেন পোলিং অফিসার। আঙুলে কালি নিয়ে নির্দ্বিধায় ভোট দিলেন পড়ুয়ারা। ভোটদানের কক্ষটিও ছিল সুরক্ষিত জায়গায়। মোতায়েন করা হয়েছিল কেন্দ্র বাহিনী অর্থাৎ বিদ্যালয়ের এক ছাত্র। ব্যালট পেপারে প্রার্থীদের নামের তালিকা সহ পছন্দের সীলমোহর - কোনও কিছুর ত্রুটি ছিল না। সামনে রাখা ব্যালট বক্সে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করলেন মুলুক প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। তারা বড়োদের দেখালো কিভাবে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করতে হয়। মূলতঃ দেশ গড়ার কাজে কিভাবে ভাবী নির্বাচক মণ্ডলী অংশগ্রহণ করতে পারে, এদিন তার হাতে কলমে শিক্ষা দেওয়ার কাজ হয় বীরভূমের ২৪০১টি প্রাথমিক বিদ্যালয়ে। নির্বাচনে দুটি রাজনৈতিক দল-- বই ও কলম গঠন করে প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা হয়। নিজ দলের ইস্তাহার ঘোষণা, প্রচার পর্ব চলে। তারপর শুরু হয় ভোটদান পর্ব। প্রিসাইডিং অফিসার, ফার্স্ট, সেকেণ্ড পোলিং অফিসার, গার্ড, ব্যালট পেপার কিছুই বাদ যায়নি। বই দলের ২৩ জন এবং কলম দলের ১২ জন প্রার্থী জয়ী হন। উপস্থিত ছিলেন বীরভুম প্রাথমিক সংসদ চেয়ারম্যান প্রলয় নায়েক, বোলপুর শ্রীনিকেতন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ বিশ্বাস এবং স্থানীয় স্কুল পরিদর্শক প্রণয় গঙ্গোপাধ্যায়।
(www.theoffnews.com school shadow parliament election)
Post A Comment:
0 comments so far,add yours