সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
মূল লেখা: THE LAND OTTER Tlingit (Wrangell)
[আলাস্কার ওয়ার্ঞ্জেল শহরের ক্লিংকিট জাতির আখ্যান]
দাঁড়কাক ভূমি ভোঁদড়কে বলল, “তুমি জলে আর ডাঙায় একইরকম ভাবে থাকতে পারবে।”
দাঁড়কাক আর ডাঙার ভোঁদড় হরিহর আত্মা ছিল, তাই তারা একসঙ্গে হালিবেট মাছ শিকারে যেত। ভূমি ভোঁদড় একজন দক্ষ মাছ শিকারী ছিল। দাঁড়কাক ভোঁদড়কে বলল, “সব সময় এমন জায়গায় তোমার ঘর হবে যেখানে সব দিক থেকে হাওয়া বইবে। যখনই কোনও ডিঙি নৌকো পাল্টি খাবে তুমি লোকদেরকে বাঁচাবে আর তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাবে।” এইভাবেই ‘ভূমি ভোঁদড় মানুষ’ বা “কুষ্টক”-এর সৃষ্টি হল কারণ দাঁড়কাক ভূমি ভোঁদড়কে এইরকমটাই নির্দেশ দিয়েছিল।
ভূমি ভোঁদড়রা যে সব মানুষকে নিয়ে চলে যায় তাদেরকে যদি তাদের বন্ধুরা ফিরিয়ে নিয়ে আসে তাহলে তারা ‘শামান’ বা ওঝা হয়ে ওঠে। ভূমি ভোঁদড়দের মাধ্যমেই শামানদের কথা প্রথম জানা গিয়েছিল। ‘শামান’ বা ওঝারা ভূমি ভোঁদড়দের আত্মার মাধ্যমে একে অপরকে দেখতে পায় কিন্তু অন্য আর কেউ পায় না।
অনুবাদকের সংযোজনঃ [হালিবেট মাছ ভারতে আয়রাম পল্লী বলে পরিচিত এবং চিতল মাছের মতো দেখতে, পাওয়া যায় অ্যাটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের উত্তরে। ডান-চোখী ফ্লাউন্ডারদের পরিবারে তিনটি প্রজাতির ফ্ল্যাটফিশের সাধারণ নাম হলিবেট। কিছু অঞ্চলে বড় ফ্ল্যাটফিশের অন্যান্য প্রজাতিকে হ্যালিবেট হিসাবেও উল্লেখ করা হয়। ক্যাথলিক পবিত্র দিনগুলিতে জনপ্রিয়তার জন্য হ্যালি (পবিত্র) এবং বাট (ফ্ল্যাট ফিশ) থেকে শব্দটি উদ্ভূত হয়েছে]
[ভূমি ভোঁদড় মানুষ বা “কুষ্টক” ক্লিংকিট এবং প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমের অন্যান্য দেশীয় মানুষদের পৌরাণিক কাহিনীর একটি চরিত্র। এরা চেহারার পরিবর্তনে দক্ষ আত্মা যারা মানুষ এবং ভূমি ভোঁদড়ের মধ্যে চেহারা বদল করতে পারে। মানুষের বেশে এদেরকে সাধারণ মানুষ বলেই মনে হয় কিন্তু যখন তারা আসল ভোঁদড়ের চেহারায় ফিরে যায় তখনই এদের আসল পরিচয় বেরিয়ে পড়ে।
“কুষ্টক” শব্দটি দুটি কথা মিলিয়ে তৈরি হয়েছে – “কুষ্ট”, মানে ভূমি ভোঁদড়, আর “কা” মানে মানুষ। এই আত্মারা গহীন বনে বাস করে বলে জানা গেছে আর মনে করা হয় যে এরা একাকী এবং অসুখী ব্যক্তিরা যারা নিরাপদ আশ্রয় থেকে বহু দূরে চলে যায় তাদেরকে লোভ দেখিয়ে বা বিভ্রান্ত করে পাকড়াও করার জন্য খুঁজে বেড়ায়। কোনও কুষ্টকের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ঘটনাগুলিকে প্রায়শই অশুভ বা বিপজ্জনক বলে বর্ণনা করা হয়েছে। কিন্তু অনেকে এদের উপকারী আত্মা বলেও মনে করেন।]
(www.theoffnews.com Alaska Wrangell klinkit folk tales)
Post A Comment:
0 comments so far,add yours