সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

ইংরেজি অনুবাদ (নাম): HOW RAVEN TAUGHT THE CHILKATS

(আলাস্কার ওয়ার্ঞ্জেল শহরের ক্লিংকিট জাতির আখ্যান)

[এই জাতি উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম উপকূলের আদিবাসী। অধিকাংশ ক্লিংকিট আলাস্কার আদিবাসী হলেও কিছু কানাডার নাগরিকও আছেন।

স্টিকাইন নদীর মুখের কাছে অবস্থিত, ওয়ার্ঞ্জেল আলাস্কার প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। ওয়ার্ঞ্জেল এখন প্রায় ২,৫০০ বাসিন্দার ঠিকানা। আলাস্কার ওয়ার্ঞ্জেল একমাত্র শহর যা তিনটি দেশ, রাশিয়া, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা শাসিত ছিল। ক্লিংকিট লোকেরা হাজার হাজার বছর ধরে এই অঞ্চলে বসবাস করছে এবং তাদের সংস্কৃতি ও ইতিহাসের উদাহরণ ওয়ার্ঞ্জেল এখনও বিদ্যমান।]

আলাস্কার সেই দাঁড়কাকের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গ্রাউন্ড-হগদের বোকা বানিয়ে মায়ের শ্রাদ্ধের সময় এলাহি ভুঁড়িভোজের ব্যবস্থা করেছিল আর পৃথিবীর আদি বাসিন্দাদের আগুনের ব্যবস্থা করে দিয়েছিল! সেই দাঁড়কাক চিলকিটদের শিখিয়েছিল যে (আলাস্কার) একটা দেশে আথাবাসকান ইন্ডিয়ানরা বাস করে। সে ওই দেশে ফিরে গিয়েছিল। তাই রোজগারের ধান্দায় এখনও চিলকিটরা ওই দেশে যায়। দাঁড়কাক তাদেরকে আরও শিখিয়েছিল তাদের গ্রামের বাইরে কি করে গোপন ভাঁড়ার বানাতে হবে আর শিখিয়েছিল কিভাবে স্যামন মাছকে ওই গোপন ভাঁড়ারে রেখে শীতের মরশুমে সেগুলোকে জমিয়ে রাখতে হবে। এই থেকেই চিলকিটদের নাম চিলকিট হলো – “টইল”(toil) – ভাঁড়ার, আর “এক্সট” (xat) – স্যামন।       

দাঁড়কাকই প্রথম চিলকিটদেরকে রেড ইন্ডিয়ানদের তামাকের বীজ দেখায় আর তাদেরকে বীজ থেকে গাছ করতেও শেখায়। তামাক গাছ বড় হলে সে তামাকের পাতা শুকিয়ে নেয় আর ঝিনুক-ভস্মর সঙ্গে মিশিয়ে থেঁতো করে। আথাবাসকানদের সঙ্গে তামাকের ব্যবসা করে চিলকিটদের আঙুল ফুলে কলা গাছ হয়।  

পরের দিকে দাঁড়কাক কপার রিভার পেরিয়ে ইয়ুকাতাত চলে যায়। সেখানে সে লোকদের শেখায় কিভাবে চামড়া দিয়ে ক্যানো বানাতে হয়।

(www.theoffnews.com Alaska Wrangell folk tales)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours