শ্বেতা সরকার, লেখিকা, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর:
ম্যানগ্রোভ অরণ্যের আদিম হাতছানি থেকে কুয়াশা ঘেরা পাহাড়ে ট্রেকিং! প্রকৃতির অকৃপণ দানে পরিপূর্ণ ঈশ্বরের দেশ কেরালা। সুন্দরী কেরালার এমনই একটি মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র হলো পুভার আইল্যান্ড। আরব সাগর এবং নেইয়ার নদীর মোহনায় অবস্থিত একটি ম্যানগ্রোভ অঞ্চল হলো এই পুভার দ্বীপ। কেরালার দক্ষিণ প্রান্তে অবস্থিত এই দ্বীপ আসলে একটি মাছ ধরার গ্রাম এবং বিশ্বের বিরল স্থানগুলির মধ্যে একটি যেখানে সমুদ্র, নদী, হ্রদ এবং সৈকতের সঙ্গম দেখতে পাওয়া যায়।
প্রাচীন কালে এই অঞ্চলের একটি সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় পাওয়া যায়। এই অঞ্চল একসময় মশলা, চন্দন, হাতির দাঁত এবং কাঠের জন্য একটি প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল।
যারা পুভার আইল্যান্ডেই থাকতে চান তারা পেয়ে যাবেন এই মায়াবী প্রকৃতির কোলে বিভিন্ন বিলাস বহুল রিসর্ট অথবা কেরালার রাজধানী শহর ত্রিভান্দ্রম থেকে সড়কপথে সহজেই পৌঁছে যাওয়া যাবে পুভার আইল্যান্ডে।
এই দ্বীপ গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুর অন্তর্ভুক্ত ফলে সারা বছরই এখানে মনোরম আবহাওয়া থাকে। তবে এই দ্বীপ দেখার সর্বোত্তম সময় হলো অক্টোবর থেকে মার্চ কারণ এই সময় আবহাওয়া শীতল এবং শুষ্ক থাকে। অন্য দিকে এই সময়টি কেরালায় পর্যটনের সর্বোচ্চ মরসুম হওয়ায় এই সময়ে প্রচুর ভিড় এবং উচ্চ মূল্য হয়। তাই ভিড় এড়িয়ে নিরালায় শান্তিপূর্ণ ছুটি উপভোগ করতে চাইলে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হলো পুভার দ্বীপে যাওয়ার উপযুক্ত সময়। কেরালায় পর্যটনের জন্য এই সময় অফ-সিজন হওয়ায় পর্যটকেরা কিছুটা স্বল্প মূল্যের সুবিধা পান। কিন্তু বর্ষার মরসুম অর্থাৎ জুন থেকে আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধ্বসের কারণে পুভার দ্বীপ পরিদর্শন যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
পুভারের প্রবেশ পথে পৌঁছে স্পিড বোটের টিকিট কেটে প্রায় আধঘন্টা স্পিডবোটে ভেসে চলার পথ আসলে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে হারিয়ে যাওয়ার যাত্রা পথ। ম্যানগ্রোভের শ্যামল শোভায় চোখের বিশ্রাম নিতে নিতে পথে পড়বে পরিযায়ী পাখি ও নারিকেল গাছের সৌন্দর্য। নদীর খাড়িপথ পেরিয়ে এসে সমুদ্র সৈকত বা গোল্ডেন বিচের দেখা মেলে। তবে বালির সোনালী রঙ দেখতে হলে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্জন সমুদ্র সৈকতে ঢেউ গুনতে গুনতে পর্যটকেরা নারকেলের জলে গলা ভেজাতে পারেন ও সামুদ্রিক মাছ ভাজার স্বাদ নিতে পারেন। সমুদ্রের জলে পা ভিজিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে ম্যানগ্রোভ অরণ্যের শ্যামলিমা মনের মণিকোঠায় সঞ্চয় করে আবার ফেরার পথে বোট যাত্রা। দশটা পাঁচটার পাকদণ্ডী জীবনে একমুঠো ক্ষুদকুঁড়ো সঞ্চয় হয়ে থাকে এই সোনালী বেলাভূমির যাত্রাপথ।
(www.theoffnews.com Poovar Island Kerala travel)
Post A Comment:
0 comments so far,add yours