সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

রাজ কলেজে একজন পড়ুয়া তার ক্লাসে সবসময় চুপ করে থাকত। সে কারওর সঙ্গেই বেশি কথা বলতো না আর তার কোনও বন্ধুও ছিল না।

একজন টিচার ব্যাপারটা লক্ষ করলেন। ক্লাসের পরে তিনি তাকে আলাদা করে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, “আমি প্রায়ই দেখি তুমি চুপ করে বসে আছো, না কারওর সঙ্গে কথা বলো না কোনও কিছুতে তোমার আগ্রহ আছে। কী ব্যাপার বলতো?”

ছাত্রটি আস্তে আস্তে স্যারকে বলল, “আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটে গেছে। সেইসব কথা ভেবে আমি সবসময় খুব কষ্টে থাকি, সেইজন্যই আমি কোনও কিছুতে মন বসাতে পারি না।”

এই কথা শুনে স্যার তাকে সপ্তাহান্তে তাঁর বাড়িতে আসতে বললেন। ছেলেটি যথা সময়ে স্যারের বাড়িতে হাজির হল।

স্যার তাকে স্বাগত জানালেন আর আরাম করে বসতে বললেন। তারপরে তিনি তাকে শুধোলেন, “তুমি কি একটু লেবুর শরবৎ খাবে?”

ছেলেটি একটু ইতস্তত করে বলল, “ঠিক আছে।”

স্যার ছেলেটির জন্য লেবুর শরবত নিয়ে এলেন। এক চুমুক দিয়েই ছেলেটি মুখটা কি রকম করে উঠল।

সেটা দেখে মাস্টার মশাই জিজ্ঞেস করলেন, “কী হল? ভাল লাগে নি?”

ছেলেটি বলল, “একটু বেশি নুন হয়ে গেছে…”

স্যার বললেন, “ওহ্, কোন ব্যাপার নেই, আমি ওটা ফেলে দিয়ে নতুন করে নিয়ে আসছি।”

এই বলে মাস্টার মশাই যেই গেলাসটা তুলতে যাবেন ছেলেটি তাঁকে বাধা দিয়ে বলে উঠল, “স্যার, এটা ফেলে দেওয়ার কোনও দরকার নেই। সামান্যই একটু নুন বেশি আছে, যদি আমরা এটাতে অল্প একটু চিনি দিই, তাহলেই এটা একদম ঠিক হয়ে যাবে”।

 “ঠিক এটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। এবার তোমার জীবনের সঙ্গে এটা মিলিয়ে দেখ। শরবতে বেশি নুন আমাদের জীবনের খারাপ ঘটনার মতো। এবার, এইটা একবার ভেবে দেখ যে শরবতের স্বাদ বাড়ানোর জন্য আমরা এটার থেকে নুনটা বের করে ফেলে দিই না বরং এটাতে আরও একটু চিনি মেশাই। সেইরকমই, আমাদের জীবনে যে সব দুঃখজনক ঘটনা ঘটে গেছে সেগুলোকে আমরা উপড়ে ফেলতে পারবো না কিন্তু আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারি সুন্দর সুন্দর অভিজ্ঞতা দিয়ে পুরনো দুঃখকষ্টগুলোকে মুছে দিয়ে। জীবনের আনন্দ অম্লমধুর। অতীত নিয়ে যদি তুমি সারাক্ষণ মন খারাপ করে থাকো তাহলে তোমার বর্তমান জীবনও সুখে কাটবে না আর ভবিষ্যৎ জীবনও উজ্জ্বল হবে না।”

ছেলেটি এখন তার ভুল বুঝতে পারলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো সে আবার সঠিক দিশায় তার জীবনকে এগিয়ে নিয়ে যাবে।

শিক্ষা: আমরা যদি সবসময় দুঃখের সাগরে নিমজ্জমান হয়ে থাকি তাহলে আমাদের জীবনে যে ভাল মুহূর্তগুলো আসবে সেগুলো আর উপভোগ করতে পারবো না। পুরনো দুঃখজনক স্মৃতিগুলো এবং ভুলগুলোকে ভুলে গিয়ে দুশ্চিন্তাহীন নতুন জীবন শুরু করাই সঠিক সিদ্ধান্ত।

(www.theoffnews.com sadness happiness)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours