সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
(কানাডার উত্তরপশ্চিম সীমান্ত ঘেঁষা আপার ইউকন অঞ্চলের আথাবাসকান ভাষায় কথিত এস্কিমো লোকগল্প)
অনেকদিন আগে একদিন হঠাৎ দাঁড়কাকের অন্তরে একটা বাসনার উদয় হল যে, সব পাখিদেরকে দেখতে যেন খুব সুন্দর লাগে, তাই সে সবাইকে রঙে রঙে রাঙিয়ে দিতে শুরু করল। দাঁড়কাক কুট হাঁসকে সব থেকে শেষে রঙ করল। তারপরে কুট দাঁড়কাককে রঙ করতে শুরু করলো যার খুব উজ্জ্বল রঙের শখ ছিল। তাই কুট একহাতে টকটকে রগরগে রঙ দিয়ে দাঁড়কাককে সাজাতে লাগল, কিন্তু অন্য হাতে কাঠকয়লা লুকিয়ে রাখল। দাঁড়কাক যেই একবার অন্য দিকে মুখ ঘুরিয়েছে কুট নিমেষের মধ্যে দাঁড়কাকের সব উজ্জ্বল রঙগুলোকে চারকোল দিয়ে কালো করে দিল। দাঁড়কাক তো খেপে বাদামী হয়ে গেল আর কুটের পেছনে ধাওয়া করল। কিন্তু কুট বড্ড দ্রুত ছুটে পালাতে লাগল, তাই জন্য দাঁড়কাক তাকে সাদা কাদা ছুঁড়ে মারল, কুটের গায়ে সাদা কাদা ছিটকিয়ে লাগল। সেইজন্যই কুট হাঁসের মাথায় আর পেছনে সাদা সাদা দাগ আছে। কিন্তু কুট তো পগাড় পার হয়ে গেল, দাঁড়কাকও চিরকালের মত কুচকুচে কালো হয়ে রয়ে গেল।
(www.theoffnews.com Eskimo folk tales Athabaskan language)
Post A Comment:
0 comments so far,add yours