দেবিকা ভট্টাচার্য, লেখিকা ও শিক্ষিকা, চন্দননগর, হুগলি:
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের‘ পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।"
প্রথমেই বন্ধুদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, 'হ্যাপী নিউ ইয়ার' জানানো হয়নি বলে। তাতে কী আছে! মোটে দিন কয়েক দেরী হয়েছে। যদি ফেবুতে আস্থা রাখতাম, নতুন বছরের প্রথম দিনেই প্রাণ জাগার আবেগ, হনুমানের বুকে রামসীতা দেখানোর মতো দেখিয়ে দিতাম। প্রায় পাঁচশো ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল। তার মধ্যে ক'শো তালা দেওয়া প্রোফাইল। যদিও জানি অঙ্গুলি হেলনে তালা খুলে যায়, তবু সে কাজ করি না। আজ একখানি নাম মনকে মোচড় দিল। বন্ধুরা জানো, কিছুদিন আগে ছবি দিয়েছিলাম, ফেবুতে। সেই নাম, সেই পদবী কিন্তু প্রোফাইলে তালা। আঙুল ছোঁয়ালাম। তালা খুলে দেখি, ও.. মা! সেই নাক! প্রথমে নাক, তারপর ঠোঁট, তারপর মুচকি হাসি, তারপর হাতের আঙুল, তারপর একে একে বসার কায়দা, পায়ের পাতা, কপালে চুলের আঁকিবুকি, চাহনি!
না! এ তো সে.... ই ! কিন্তু যে এতো ভালো গান গাইত, স্কুল প্রোগ্রাম, বেঞ্চ বাজানো বাদ দাও রেডিওতে পর্যন্ত গেয়েছে, নামজাদা শিল্পীর কাছে শিখেছে তার প্রোফাইলে তার নিজের গান নেই! বাংলা অআকখ নেই! কেবল এবিসিডি! মুখ্যু মেয়েমানুষ আমি, আমি তবে ভুল করছি! তার নামে যত লোককে গান গাইতে দেখেছি, কেবল মুখটা দেখতাম, যদি খুঁজে পাই! পাইনি, মুখ মেলেনি। আজ যদি মিলল, গান নেই। "ভাবছি, শুধু ভাবছি, আর ভাবছি, কোথায় পাব সোনার কাঠি ভাবছি!"
এমন সময় ইংরেজি ভাষায় মেসেজ! "হ্যালো...দেবিকা! ক্যান ইউ রেকোগনাইজ মি?"
তারপর বাংলা, "আমি তোর খুব পুরনো বন্ধু।"
আরে! যত পুরনো হ'ভাই, তুই যে তুই! কেন রেকোগনাইজ করতে পারবো না? হিন্দু গার্লসের মেয়েদের এতো দুর্বল স্মৃতিশক্তি নয়।
তারপর? তারপরই তো নির্ঝরের স্বপ্নভঙ্গ! সেই কালনার বাড়ি, পিসিমণির কাছে খাওয়া। স্কুলে যাওয়ার আগে বা ফেরার পথে দাদু, পিসিমণি, ছোটোকাকিমা!
দাদু ঠাকুমাকে এতদিন রাখা যেত না। কিন্তু ছোটকাকিমা, সেই যে বলেছিলাম, 'আমাদের কিশোরী বেলার আনন্দ', তাকেও রাখা যায়নি। ২০২৪'এর ১লা জানুয়ারিতেও ফেবুতে 'উইস' করেছিল। অদ্ভুত ছিল পোস্টটা। একটা দড়ি, উঠতে উঠতে ২০২৪'এ গিয়ে থামল। তখনও কি কাকিমা বুঝেছিল সেখানেই দড়িটা থেমে যাবে। ২০২৫ শে যাওয়ার অনেক আগেই ছিঁড়ে যাবে?
২০২৪'এ অনেককে —পরিবারের চার জন, আত্মীয়, বন্ধু সবমিলিয়ে অনেকজনকে হারিয়ে ফেলেছি। ২০২৫ খুব খুশির হাওয়া নিয়ে এল। শেষ অবধি যেন এই খুশি, আনন্দ ধরে রাখা যায় ঈশ্বরের কাছে এই প্রার্থনা।
হ্যাপী নিউ ইয়ার!
ফেসবুক জিন্দাবাদ।
এবার বল বন্ধুগণ! আমাদের প্রায় পঁয়ত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া বন্ধুটির নাম কী?
(www.theoffnews.com friendship facebook song happy new year)
Post A Comment:
0 comments so far,add yours