সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
[টাইরানোসরের শেষ খাবার থেকে শুরু করে ডাইনো দৈত্যদের প্রাচীন বাসা, এই বছরটিতে ডাইনোসর এবং দীর্ঘকাল আগে বিলুপ্ত অন্যান্য প্রাণীদের সম্পর্কে প্রচুর নতুন তথ্য বিশদে আবিষ্কৃত হয়েছে।
পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব প্রথমে বিস্ফোরকভাবে তারপরে ধুলোয় শেষ হয়েছিল যখন প্রায় ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়েছিল। কিন্তু ডাইনোসররা এবং তাদের সহচর অন্যান্য প্রাচীন প্রাণীরা তাদের জীবাশ্মে যে বহুসংখ্যক গোপন তথ্য লুকিয়ে রেখেছে সেই রহস্যগুলি বের করার জন্য জীবাশ্মবিদরা দিবারাত্র প্রাণপাত করছেন। ডাইনোসর এবং বহু আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী সম্বন্ধে ২০২৩ সালে যেসব দুর্দান্ত আবিষ্কার হয়েছে তার কয়েকটি দেখা যাক।]
৯) টাইনোসরাস রেক্সের ঠোঁট ছিল
সাম্প্রতিক কালে থেরোপড প্রজাতির টি. রেক্স এবং ভেলোসিরাপ্টরদের মতো প্রাচীন শিকারীদের নিয়ে গবেষণা করছেন এমন একটি জীবাশ্মবিদদের দল ঘোষণা করেছেন যে থেরোপডদের লম্বা, তীক্ষ্ণ দাঁতগুলো আঁশযুক্ত মোটা চামড়া দিয়ে ঢাকা থাকত। গত শতাব্দীতে ডাইনোসর সংক্রান্ত বেশিরভাগ গণমাধ্যমে যে ছবি তুলে ধরা হয়েছিল এটা তার থেকে বিশাল পরিবর্তন। জনপ্রিয় সিনেমাগুলি যেমন জুরাসিক পার্ক মানুষকে ডাইনোসরের (এবং টেরোসরাস ও মোসাসরাস) চেহারা সম্বন্ধে ভুল ধারণা দিয়েছিল যেটা আধুনিক ডাইনো-গণমাধ্যম ঠিক করার চেষ্টা করছে। এই নতুন গবেষণাপত্রটি সেই অভিমুখে সাম্প্রতিকতম প্রচেষ্টা।
১০) ডাইনোসরের ভেতরে … একটি স্তন্যপায়ী
বিজ্ঞানীরা এই প্রথম একটি ডাইনোসরের পাকস্থলীর মধ্যে একটি স্তন্যপায়ী প্রাণীর পায়ের জীবাশ্ম খুঁজে পেয়েছেন। ডানাওলা মাইক্রোর্যাপ্টর ডাইনোসরের শেষ খাবারটি ১০ কোটি বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত হয়ে রয়েছে। জীবাশ্মবিদরা যখন একটি ছোট, চার ডানাওয়ালা ডাইনোসরের ফসিলকে দ্বিতীয়বার খুঁটিয়ে দেখেন তখন তাঁরা শিকারীর পেটের মধ্যে একটি ফসিল হয়ে যাওয়া স্তন্যপায়ী প্রাণীর পা খুঁজে পান। গবেষকরা মতে এটি ডাইনোসরদের স্তন্যপায়ী প্রাণী খাওয়ার প্রথম পাথুরে প্রমাণ। তাঁদের গবেষণার ফলাফলগুলি জার্নাল অফ ভার্টেব্রেট প্যালিওন্টোলজিতে প্রকাশ করেছেন।
মাইক্রোরাপ্টর ঝাওইনাস ডাইনোসরের বিভিন্ন ফসিলের নমুনায় প্রাচীন পাখি, মাছ এবং টিকটিকির অবশেষ আবিষ্কৃত হয়েছে, তাই স্তন্যপায়ী প্রাণীর সন্ধান এই তেজী শিকারীর জন্য প্রোটিনের নবতম পরিচিত উৎস।
ম্যাকগিল ইউনিভার্সিটির একজন জীবাশ্মবিদ এবং গবেষণার প্রধান লেখক হ্যান্স লারসন বলেছেন, "এটি সত্যিই এই পালক যুক্ত ছোট্ট ডাইনোসরের সাধারণ খাদ্যতালিকার সন্ধান দেয়। মেনুতে স্তন্যপায়ী প্রাণী যোগ হওয়ায় দেখা যাচ্ছে যে এই ডাইনোসর কিরকম সর্বভূক ছিল।"
বৃক্ষবাসী মাইক্রোর্যাপ্টর ক্রিটেসিয়াস যুগের শুরুর দিকে বনের চারপাশে গ্লাইডিং করে ডালপালা ও মাটিতে খাবার খুঁজত যার ফসিলের নমুনাগুলি উত্তর-পূর্ব চীন জুড়ে পাওয়া গেছে। জীবাশ্ম-সমৃদ্ধ অঞ্চলটিকে জেহোল বায়োটা বলা হয় এবং এর সুসংরক্ষিত ধনভাণ্ডার ডাইনোসরের অ্যানাটমির সূক্ষ্মাতিসূক্ষ্ম তারতম্য বোঝার পাশাপাশি বিভিন্ন প্রাণী ঠিক কি পরিবেশে বাস করতো তা বোঝার জন্য এই ফসিলগুলি অপরিহার্য। (সমাপ্ত)
(www.theoffnews.com dinosaur)
Post A Comment:
0 comments so far,add yours