সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
সোমালি লোকগাথা
মূল গল্পের ইংরেজি অনুবাদ: The Traveller
সে ঢের ঢের দিন আগের কথা। একটা লোক একা একাই কোথাও যাচ্ছিল। পথে তার দেখা হয়ে গেল একটা পরিবারের লোকেদের সঙ্গে। সে তাদেরকে বলল – “আমাকে যেতে হবে অনেক দূর। রাতটা তোমাদের কাছে আমাকে একটু থাকতে দেবে? সকালে আবার হাঁটা শুরু করার আগে আমার একটু বিশ্রামের প্রয়োজন। দেখো না, একেবারে থকে গেছি”। ওই পরিবারের লোকেরা তাকে তো আদর করে তাদের বাড়িতে নিয়ে এলো। তারা তাকে খাবার দিল খেতেও দিল আর বালিশ ও কম্বল দিল শুতে।
সারাদিন মাঠে চরে সন্ধ্যের মুখে ওই পরিবারের গরু, ভেড়া, ছাগল সব মাঠ থেকে ঘরে ফিরে এলো। বাড়ির লোকেরা একটা ভেড়া জবাই করল। তারা অতিথির সামনে খানিকটা দুধ আর পুরো মাংসটা রাখল। লোকটার এত খিদে পেয়েছিল যে ওই বাড়ির কাউকে কিছু না দিয়েই সব মাংসটা একাই চেটেপুটে সাবড়ে দিল।
বাড়ির কর্তা লোকটাকে জিজ্ঞেস করল – “তুমি কোথায় যাচ্ছো আর কেনই বা যাচ্ছো?”
সে উত্তর দিল - “আমার পেটের সমস্যার জন্য আমি একজন বৈদ্যর কাছে যাচ্ছি। আমার ক্ষুধামান্দ্য হয়েছে। আমি একদমই বেশি খেতে পারি না।”
কর্তা অবাক হয়ে তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ তার মুখে কথা ফুটল না। তারপরে সে বলল, “তুমি বললে তোমার খিদে হয় না। আমি তোমায় মিনতি করছি ক্ষুধামান্দ্যর ওষুধ পাওয়ার পর দয়া করে এই রাস্তা দিয়ে আর ফিরে এসো না।”
তারপরে সে তার বাড়ির লোকদের বলল – “ওষুধ খাওয়ার পরে লোকটা তাহলে কী খাবে? এখন সে একটা ভেড়া খাচ্ছে। যখন সে বৈদ্যর কাছ থেকে ফিরবে তখন সে দশটা ভেড়া খেয়ে নেবে।”
(www.theoffnews.com Somali Folktales Story)
Post A Comment:
0 comments so far,add yours