সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
[টাইরানোসরের শেষ খাবার থেকে শুরু করে ডাইনো দৈত্যদের প্রাচীন বাসা, এই বছরটিতে ডাইনোসর এবং দীর্ঘকাল আগে বিলুপ্ত অন্যান্য প্রাণীদের সম্পর্কে প্রচুর নতুন তথ্য বিশদে আবিষ্কৃত হয়েছে
পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব প্রথমে বিস্ফোরকভাবে তারপরে ধুলোয় শেষ হয়েছিল যখন প্রায় ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়েছিল। কিন্তু ডাইনোসররা এবং তাদের সহচর অন্যান্য প্রাচীন প্রাণীরা তাদের জীবাশ্মে যে বহুসংখ্যক গোপন তথ্য লুকিয়ে রেখেছে সেই রহস্যগুলি বের করার জন্য জীবাশ্মবিদরা দিবারাত্র প্রাণপাত করছেন। ডাইনোসর এবং বহু আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী সম্বন্ধে ২০২৩ সালে যেসব দুর্দান্ত আবিষ্কার হয়েছে তার কয়েকটি দেখা যাক।]
৭) টেরোসরের ২৩ কোটি বছরের প্রাচীন পূর্বসূরী
আগস্ট মাসে গবেষকরা ছুরির মত ধারাল নখওলা একটি অদ্ভুত সরীসৃপের জীবাশ্মের আবিষ্কারের কথা জানিয়েছেন। জীবাশ্মটি ২৩ কোটি বছর আগেকার লাগারপেটিড নামের এক সরীসৃপ ডাইনোসরের যারা খুব সম্ভবত উড়ন্ত টেরোসরদের পূর্বসূরী। এই জীবাশ্ম গবেষকদের ট্রায়াসিক প্রাণীদের বৈচিত্র্য অনুধাবন করতে বিরল সুযোগ দিয়েছে।
৮) ভারতের বিভিন্ন জায়গায় টাইটানোসরের ডিম পাড়ার বাসা
আমাদের জানা বৃহত্তম ডাইনোসরদের মধ্যে কোন কোন প্রজাতি কীভাবে বংশবিস্তার করতো আর ডিম পাড়ত সে সম্বন্ধে আরও ভাল ভাবে জানা যাবে এই আশায় ভারতীয় জীবাশ্মবিদদের একটি দল ডাইনোসরের ২৫৬টি অশ্মীভূত ডিম নিয়ে গভীর ভাবে বিশ্লেষণ করেছেন। এই ডিমগুলি ভারতের নর্মদা ভ্যালি এবং মুম্বাইয়ের উত্তর ও পূর্বে টাইটানোসরের ৯২টি বাসা থেকে উদ্ধার করা হয়েছিল, যার প্রথম ঝাঁকটি আবিষ্কৃত হয়েছিল ২০১২ সালে। ২০২৩ সালে গবেষকরা এই ডিমের ফসিলগুলির ধরণ নিয়ে আর ডিমগুলি যারা পেড়েছিল তাদের সম্বন্ধে যে সব ধারণা করেছেন সেগুলি তাঁরা ‘প্লাস ওয়ান’ পত্রিকায় অতি সম্প্রতি প্রকাশ করেছেন। (ক্রমশঃ)
(www.theoffnews.com dinosaur)
Post A Comment:
0 comments so far,add yours