দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:
"বিজ্ঞাপন ব্যাকডেটেড কনসেপ্ট, প্রমোশন এখন যুগের চাহিদা" বর্ধমানের জোনাল বৈঠকে মন্তব্য করলেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের এক কর্মকর্তা। প্রাইভেট নার্সিং হোমস এ্যাণ্ড হসপিট্যালস ওনার্স এ্যাসিয়েশন, ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন ও ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরাম সহ তিন সংগঠনের ত্র্যহস্পর্শে রাজ্যের প্রকৃত উন্নয়নের সূদুর প্রসারী প্রচার ও তার প্রভাবের কথা উঠে আসে।
সংগঠনের ওই বক্তার বক্তব্যে উঠে আসে, "এক পলকের জন্য বড় মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখা গেল। সেই মিডিয়ার সংখ্যা চারটে কিম্বা পাঁচটি। কিন্তু যদি এক সঙ্গে চার হাজার থেকে পাঁচ হাজার ডিজিটাল চ্যানেলে কোম্পানি বিজ্ঞাপন দেয়। তাহলে কোনটি বেশি মানুষের কাছে পৌঁছাবে? বিজ্ঞাপন এখন ব্যাকডেটেড কনসেপ্ট। বিজ্ঞাপনের কথা ভুলে যান। মানুষ জানে, বিজ্ঞাপন মানে ঠিক নয়। আমার এতগুলো প্রতিষ্ঠান। আমি বিজ্ঞাপন দিই না। বরং কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি প্রমোশন তুলে ধরলে তা অনেক গ্রহণযোগ্য হবে। বিভিন্ন কোম্পানি বা সংস্থা মার্কেটিংয়ের জন্য একটা পার্সেন্টেজ ব্যয় করে থাকে। হাজার পাঁচেক ডিজিটাল মিডিয়া যদি একযোগে সম্প্রচার করে তার আলাদা ইফেক্ট আছে। নিশ্চিতরূপে তারা সেক্ষেত্রে এই ডিজিটাল মিডিয়ার কথা মাথায় রাখবে। পরিপূরকভাবে তারাও নিজেরা সাশ্রয়ী হয়ে ওঠবে।" প্রসঙ্গক্রমে তিনি বলেন, এদিন একটি সংস্থার নাম করে বলেন, যারা নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে পারিশ্রমিক নিয়ে প্রচার করে থাকে।
পাশাপাশি, তিনি বলেন, রাজ্যের শিল্প সম্ভাবনার ভাবমূর্তি উজ্জ্বল থাকলে রাজ্য বিনিয়োগ আসতে বাধ্য। আর বিনিয়োগ এলে অন্যান্যদের সঙ্গে আমাদের সাংবাদিক বন্ধুদের ঘরের শিক্ষিত দক্ষ বেকারদের কর্মসংস্থান হবে।"
মূলতঃ রাজ্য সরকারের সহযোগিতা ও সহমতের ভিত্তিতে গঠিত প্রাইভেট নার্সিং হোমস এ্যাণ্ড হসপিট্যালস ওনার্স এ্যাসিয়েশন এবং ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন ও ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে ১৯ ডিসেম্বর বেলা এগারোটা নাগাদ পূর্ব বর্ধমানের হুণ্ডাই শোরুমের পাশে বর্ধমান ম্যারেজ হলে একটি সভার আয়োজন করে।
(www.theoffnews.com seminar)
Post A Comment:
0 comments so far,add yours