মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হিন্দমোটর, হুগলি:

পুষবেন না দয়া করে যদি ভালোবাসতে না পারেন। রোগভোগ হলেই যাদের মনে হয় এরা বোঝা, হিসেব করেন টাকা পয়সার তার ওষুধের। এই মানসিকতার যারা, তারা দয়া করে এদের এনে এই পরিণতি করবেন না। সুস্থ আর মনোরঞ্জন করলেই এদের কদর। আগে নিজের ভেতরের শয়তানকে পোষ মানান তারপর নয় যে কোনও জীবজন্তু পুষবেন। কেউ বাড়িতে অবহেলার অনাদরে দুর্ব্যবহার করে ফেলে রাখে তো কেউ রাতারাতি রাস্তায় ফেলে দিয়ে পালায় এভাবেই। 

একদিন পুরো একা পড়ে থাকে এই অসহায় পোষ্যটি অভুক্ত অসহায় এই শীতে। বড়লোকের আশ্রয় তাকে নিরাশ্রয় করে। একটি মেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে সযত্নে রাখে, যদিও তার একদিন পরেই সে আজ মারা যায়। হয়তো অভিমান নিয়ে চলে গেছে। কাকেই বা জানাবে ও ওর অভিযোগ। 

ও মুক্তি পাক আর মানুষের এই নোংরামিতে আবার ফিরে না আসুক। আমার অনুরোধ সব সুখী মানুষের কাছে - নিজের সুখের চিন্তা আগে হলে  দয়া করে ওদের আনবেন না। কারণ ওরা নিজের ইচ্ছেতে আসে না। আপনি এনে রঙ বদলে ফেলেন নিজের। শুনুন স্যাক্রিফাইস করতে হবে, ওদের মন ও বুঝতে হবে, রোগভোগের দায়িত্ব নিতে হবে, ওদের জন্য রাত জাগতেও হবে। শুধু আপনার মনোরঞ্জন করবে এই ভেবে ওদের আনবেন না।বাড়িতে দুর্ব্যবহার বা রাস্তায় ফেলে দিয়ে এ শাস্তি ওদের দেবেন না। ক্ষমতায় আর মানসিকতায় কুলোলে এদের আনুন।

আপনারা ক্ষমার অযোগ্য। তবুও পার পেয়ে যান আর অন্যায় করতেই থাকেন। ওদের জন্য ন্যায় চাইবার আদালত কই? তাই ওপরওয়ালাকে জানাই এদের তুমি ক্ষমা কোরো না যারা অসহায়ের সাথে অন্যায় করে। 

(www.theoffnews.com pet dog)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours