সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
সহ লেখক: গোপেশ কুমার দত্ত
আমরা এখন সবাই জানি যে আজ থেকে প্রায় ২ লক্ষ বা ১ লক্ষ ৮০ হাজার বছর আগে এই পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল। সম্ভবত উত্তর-পূর্ব আফ্রিকার কোনও এক স্থানে তাদের প্রথম উন্মেষ। তারপর থেকে একটা লম্বা সময় তারা কাটিয়ে দিয়েছিল আফ্রিকার বিভিন্ন অঞ্চলে। এরপর নানা কারণে, যার মধ্যে হয়তো তাদের বংশবৃ্দ্ধি অন্যতম, ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ বছর আগে আফ্রিকা ছেড়ে এশিয়া, ইউরোপে ঢুকে পড়েছিল। তারা যে একযোগে সবাই বেরিয়ে এসেছিল এমনটা নয়। বরং তারা খেপে খেপে বহুদিন ধরে পুরানো পৃথিবীর (আমেরিকা আফ্রিকা ছাড়া অবশিষ্ট ভূখণ্ড) নানা স্থানে ছড়িয়ে পড়েছিল। এ বিষয়ে আমাদের সাধারণ ধারণা হল – মানুষ প্রথমে ইউরোপ এবং পশ্চিম এশিয়ায় প্রবেশ করেছিল। এই ধারণাটা আংশিক সত্য হলেও সম্পূর্ণ সত্যি নয়। আফ্রিকা ছেড়ে তারা পশ্চিম এশিয়ায় প্রবেশ করেছিল ঠিকই, কিন্তু ইউরোপে প্রবেশ করার আগেই তারা পুবদিকে ঢুকে পড়েছিল। কোথা দিয়ে কখন কিভাবে এই প্রবেশ ঘটেছিল তা নিয়ে অবশ্য নানা মুনির নানা মত রয়েছে। সে সব এখানে আলোচনা করছি না। তবে প্রায় ৭০–৭৪ হাজার বছর আগে মানুষ যে বর্তমান ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিল তা বলাই যায়। বেশির ভাগ পণ্ডিতদের মতে সমুদ্র উপকূলের স্থলভাগ অনুসরণ করেই তাদের প্রথম যাত্রা শুরু হয়ে ছিল। সেই সাথে এটাও ঠিক যে সবাই সেই পথ অনুসরণ করেনি। অনেকে মধ্য ভাগ এবং উত্তর ভাগ দিয়েও পুব দিকে ছড়িয়ে পড়েছিল। আমাদের একটা ধারণা আছে যে বঙ্গভূমিতে অনেক অনেক পরে মানুষের পদচিহ্ন পড়েছিল। এ কথাটাও আংশিক সত্য। মানুষ এখানে পরে এলেও অনেক পরে এ কথা বলা যায় না।
আসলে মানুষের এই বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়েছিল প্রায় ৭৪০০০ অথবা ৭৫০০০ বছর আগে। ওই সময়ে ইন্দোনেশিয়ার টাবু আগ্নেয়গিরির প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছিল। আর তার তীব্রতা এতটাই বেশি ছিল যে সমগ্র ভারতীয় উপমহাদেশ আর পশ্চিম এশিয়ার বেশ কিছু অঞ্চল ছাই চাপা পড়ে গিয়েছিল। বর্তমানের ভারত এবং পাকিস্তানের সমগ্র অংশ প্রায় ৫ মিটার ছাই-এর নিচে ঢাকা পড়েছিল। ফলে সমস্ত উদ্ভিদ জগতের তিন-চতুর্থাংশ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছিল। আর সমস্ত দক্ষিণ এশিয়ায় হোমো সেপিয়ানসদের জনসংখ্যা মাত্র ১০,০০০ এর মত দাঁড়িয়েছিল। এই প্রবন্ধের সংশ্লিষ্ট চিত্রে টাবুর বিস্ফোরণ সহ হোমো সেপিয়ানসদের ছড়িয়ে পড়ার একটা সম্ভাব্য পথের নিশানা দেখানো হয়েছে। যাহোক, নানা ধরণের বাধা পেরিয়েও হোমো সেপিয়ানসরা কিন্তু ভারতীয় উপমহাদেশের পুবের এই বঙ্গভূমিতেও ছড়িয়ে পড়েছিল। প্রাচীন মানুষেরা ছড়িয়ে পড়ার সময় যে ধরণের স্থানগুলো বেছে নিত তার কিছু বৈশিষ্ট্য আছে। এক কথায় বলতে গেলে বলতে হয় যে খাবার এবং পানীয় জল সহজলভ্য হলে সেই স্থানগুলো তাদের পছন্দ হোত। (ক্রমশঃ)
(www.theoffnews.com Bankura homosepien)
Post A Comment:
0 comments so far,add yours