দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:
বাংলাদেশ ভবন ও খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির যৌথ অনুষ্ঠান হৃদয় মিলন উৎসব। সেখানে প্রতি বছরই নিয়ম করে আসেন বাংলাদেশের লেখক, শিল্পী ও বিদগ্ধ গুণীজনেরা। কিন্তু এবার সেখানে বিষাদের আবহ। বর্তমানে প্রতিবেশী দেশ বাংলাদেশ এক অভ্যন্তরীন সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। আর অনেকটা সে কারণেই বাংলাদেশ থেকে কোনও শিল্পী লেখক এই সংস্কৃতি মূলক অনুষ্ঠানে হাজির হতে পারেননি। এ'ব্যাপারে বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়ক মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেন, বাংলাদেশ ভবন ও খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির যৌথ এই অনুষ্ঠানের নাম হৃদয় মিলন উৎসব। এই ধরনের সংস্কৃতিধর্মী অনুষ্ঠানে সংস্কৃতির বিনিময় হয়ে থাকে। এবারও প্রবাসী বাঙালিরা কেউ বাহরিন, কেউ দুবাই থেকে এই অনুষ্ঠানে এসেছেন। কিন্তু বাংলাদেশ থেকে কেউ আসতে পারেননি। বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে বলা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। তবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একটি অপশক্তির উত্থান ঘটেছে। আমরা আশা করবো মানুষের শুভ শক্তির কাছে তার পরাজয় ঘটবে। একাত্তরের মুক্তি যুদ্ধে ভারতের অবদান তো সবার জানা। তা অস্বীকার করার জায়গা নেই। তাই ভারতের কোনও বৈরীতা নেই বাংলাদেশের প্রতি। আমরা আশা করবো তাদের দেশ আবার স্বাভাবিক হবে। বাংলাদেশ ভবনের স্থাপনা বাংলাদেশ ও ভারতের মৈত্রীর সুদৃঢ় করার লক্ষ্যেই তৈরী হয়েছিল।
(www.theoffnews.com India Bangladesh Shantiniketan)
Post A Comment:
0 comments so far,add yours