দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:

সকাল বলে দেয় দিন কেমন যাবে। এই আপ্তবাক‍্য প্রমাণিত হলো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নর্থ জোনের প্রথম বৈঠকে। সেখানেই সংগঠনের সুদৃঢ় ভিত্তির পত্তন ঘটলো, বলা যায়।  আশার দিশা দেখালো সংঘটনের জয়যাত্রা ও ভবিষ্যৎ  কর্মসূচির। আগামীতে সংগঠনের কর্ম কাণ্ড যে আশাব‍্যাঞ্জক ও মানুষের এক কণ্ঠের বিকল্প মাধ‍্যম হয়ে উঠতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ৮ ডিসেম্বর শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নর্থ বেঙ্গল জোনের মহতী সভার পর ২২ ডিসেম্বরে বোলপুরে হবে রাঢ বাংলা তথা দক্ষিণ জোনের দ্বিতীয় সভা। আর সেটা শেষ হতেই,  জেলার প্রথম সভা হবে ডুয়ার্সে।

এদিন সাংবাদিকদের চাঁদের হাট বসে শিলিগুড়িতে। সেখানে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার ছাড়াও কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন জেলার অসংগঠিত সাংবাদিকরা মূলত স্বীকৃতির দাবিতে ঐক্যবদ্ধ শক্তিশালী সংগঠন গড়ার জন‍্য সমবেত হন। এদিন উপস্থিত অভ‍্যাগত ছাড়াও সকল সাংবাদিক এবং লাইভ সম্প্রচারের টেকনিশিয়ান ও ক‍্যামেরা ম‍্যানদের সংবর্ধনা দেওয়া হয়। বৈঠকে বিভিন্ন আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী ও কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বারেক। তিনিও বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোন সাংবাদিক ছোট বা বড় হয় না, সবার গুরুত্ব সমান। তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ। 

উদ্বোধনী ভাষণে তিনি বলেন যে সমাজের দর্পণ সংবাদ মাধ্যম। সমাজে জনমত গড়তে বড় চ্যানেলের থেকে কোন অংশে কম নয় ডিজিটাল মাধ্যমের ভূমিকা। সরকারি ভাবে হয়তো তাদের সাংবাদিক স্বীকৃতি নেই, হয়তো তাদের কাছে বড় প্রতিষ্ঠানের পরিচয়পত্র নেই - কিন্তু তাদের সাংবাদিকতার মান কোনও অংশে ছোট নয়।

(www.theoffnews.com West Bengal webnews)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours