প্রাণকৃষ্ণ মিশ্র, লেখক, কালনা, পূর্ব বর্ধমান:

মহবুব আলমের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হলো আদতে ভারত বিদ্বেষী। এদের সাথে হাত মিলিয়েছে জামাত ও বিএনপি। এরাই বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার ও হত্যা করছে নির্বিচারে। 

বাংলাদেশের টার্গেট চিকেন নেক বিচ্ছিন্ন করা। চিকেন নেক বিচ্ছিন্ন করলে ত্রিপুরা, আসাম, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড ভারতের মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন হবে। 

যদিও কাজটা শুধু সহজ নয়, অনেকটা দিবাস্বপ্ন দেখার মতো। অন্তত বর্তমান প্রেক্ষাপটে।

ভারত সরকার এই ইঙ্গিত জুন মাসে পেয়ে প্রায় চার হাজার সশস্ত্র সেনা জওয়ান উত্তর-পূর্ব ভারতে চিকেন নেক সংলগ্ন এলাকায় মোতায়েন করেছে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ সূত্রে জানা গেছে, ভুবনেশ্বর এয়ারবাসে সম্প্রতি দূরপাল্লার মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। টেস্টিং। 

অর্থাৎ ভারতীয় ফৌজিরা তৈরি রয়েছেন। তাঁদের স্যালুট জানাই। 

আমদানি ও রপ্তানি ভারত সরকার বন্ধ করেছে। সঠিক সিদ্ধান্ত। আমাদের ইলিশ খাওয়ার দরকার নেই। চাল, ডাল, ঔষুধ পাঠানো বন্ধ করলেই হবে। 

এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের কর্তব্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমনের বিরুদ্ধে গর্জে ওঠা। আগে দেশ, দেশের ঐক্য বজায় রাখা। 

পাকিস্তান চায় চিকেন লেক বিচ্ছিন্ন করে,পুনরায় পূর্ব পাকিস্তন গড়ে তুলতে। বাংলাদেশ পূর্ব পাকিস্তান হলে চীনেরও লাভ। মঙ্গল, বাইডেনের দল আমেরিকায় পরাজিত হয়েছে। বাইডেন আদতে পাকিস্তান ও বাংলাদেশের তদারকি সরকারের প্রধানের প্রিয়জন ছিল। বাইডেনের পছন্দের কমলা হ্যারিস জিতলে ভারতের বিপদ বাড়ত।  

এই মুহূর্তে ভারতে বেআইনিভাবে প্রবেশ করে ঘাপটি মেরে যে সব বাংলাদেশি রয়েছে, আমাদের উচিৎ তাদের খবর পুলিশকে দেওয়া। তাদের ধরিয়ে দেওয়া। এরা আমাদের দেশের ভিতরে থেকে ভারতের ক্ষতি করতে পারে। 

মহান এই দেশকে ভালোবাসুন। 

দেশের জন্য সতর্ক থাকুন।

মেরা ভারত মহান।

(www.theoffnews.com India Bangladesh)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours