সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

সোমালিয়ার লোককথা

সে অনেক দিন আগের কথা, একটি ভেড়ি একদিন চরতে চরতে দলছুট হয়ে গিয়েছিল। সে একাই যখন রাস্তা খুঁজে বেড়াচ্ছিল তখন হঠাৎ তার সঙ্গে এক হায়েনার দেখা হয়ে গেল। হায়েনা যেই ভেড়িকে দেখল অমনি সে চারপাশে একবার চট করে দেখে নিল তাদেরকে কেউ দেখেছে কিনা। সে ভেড়িকে বলল, “আরে ভেড়ি সুন্দরী, তোমার সঙ্গে আজ কে আছে?” ভেড়ি বলল, “আমার সঙ্গে কেউ নেই। আমি হারিয়ে গেছি, আমি এখন কোথায় আছি জানি না”। হায়েনা ভেতরে ভেতরে উত্তেজনায় ফুটতে লাগল, একা একা ভেড়িকে পাওয়ার সৌভাগ্য তার বিশ্বাস হচ্ছিল না। সে আবার ভেড়িকে শুধলো, “সত্যি সত্যি তুমি একদম একা?” ভেড়ি জানালো, “হ্যাঁ, সত্যিই। আমি একদম একা। আমার মালিক আর অন্য ভেড়াদের থেকে আমি আলাদা হয়ে গিয়েছি”। হায়েনা চোখ বন্ধ করে খ্যাঁক খ্যাঁক করে হায়েনার পেটেন্ট হাসি হাসতে লাগল। ভেড়ি জানত যে হায়েনার হাসি মানেই বিপদ। ভেড়ি দৌড়ে সেখান থেকে পিঠটান দিল। হায়েনা অবশেষে যখন চোখ খুলল দেখল ভেড়ি ভাগলবা। সে রাগে খ্যাপা কুকুরের মত হয়ে গেল। সে চিৎকার করে বলল, “ভেড়ি সোনা, ফিরে এসো। সত্যি বলছি, আমি তোমাকে খাব না।” ভেড়ি ছোটা বন্ধ করল না। সে নিজের মনেই বলল, “হায়েনা অন্য কাউকে ঠকাতে পারে কিন্তু আমি ঠকবার বান্দি নই।” হায়েনা সুবর্ণ সুযোগ হেলায় হারালো।

(www.theoffnews.com Somalian folk tales sheep hyena)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours