সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
রাশিয়ান নীতিগল্প
মূল লেখক: সের্গেই মিখালকভ
বেড়াল কোনও এক জায়গায় শুনেছিল বাঘ আর প্যান্থার হলো বেড়াল পরিবারের সদস্য।
বেড়ালের গর্বে তো আর মাটিতে পা-ই পড়ে না। "ও-হো!" সে নিজের মনেই বলল, "আমি কি বোকা! আমি এতদিন জানতামই না কিসব আত্মীয় আমার রয়েছে! কোই বাত নেই, এবার আমি সবাইকে দেখাবো আমার আসলি দর কত... "আর কালবিলম্ব না করে সে গাধার পিঠের ওপর ঝাঁপিয়ে উঠে পড়ল।
গাধা অবাক হয়ে শুধলো - "তোমার ব্যাপার স্যাপার কী বলতো?"
"যেখানে নিয়ে যেতে বলব সেখানেই নিয়ে যাবি। কোন বেগড়বাই না করে সোজা সেখানে নিয়ে চল! জানিস আমি কে? কারা আমার আত্মীয়?" গাধার কেশরের ওপরে বসে বেড়াল ঝাঁঝিয়ে বলে উঠল।
"তাই নাকি? তো তারা কারা?"
"বাঘ আর প্যান্থার, কারা আবার! বিশ্বাস যদি না হয় এইতো দাঁড়কাককে জিজ্ঞেস কর।"
গাধা দাঁড়কাককে জিজ্ঞেস করল। সে বলল বেড়ালের কথাটা অক্ষরে অক্ষরে সত্যি।
"হ্যাঁ, এটা বাস্তব যে বেড়াল, বাঘ, স্নো লেপার্ড, লিংক্স আর প্যান্থার আর জাগুয়ারও, এমনকি সিংহ - এরা সবাই বেড়াল পরিবারের!"
বেড়াল গাধার কেশরে নখ দিয়ে খিমচে খুব মেজাজে বলল, "কি, এবার বিশ্বাস হল তো? চল্, আমাকে নিয়ে চল্!"
খুব শান্ত ভাবে গাধা শুধলো, "তা কোথায় নিয়ে যাব তোমাকে? বাঘের কাছে না প্যান্থারের কাছে?"
আশ্চর্য রকম ভাবে বেড়াল মিউ মিউ করে বলে উঠল, "না-আ-আ-আ! আমাকে ওই ওগুলোর কাছে নিয়ে চল...কি যেন বলে ওদের... ইঁইঁইঁ-ইঁদুর!..."
গাধা আর কী করে! যেখানে কিছু ইঁদুর বাস করতো বেড়ালকে সেখানেই পৌঁছে দিল।
আরে বাবা যতই ফুটানি মারুক না কেন বেড়াল তো সেই বেড়ালই।
(www.theoffnews.com cat crow donkey tiger panther)
Post A Comment:
0 comments so far,add yours