সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

ভ্যাম্পায়ার হরিণ, যাকে জলহরিণও বলা হয়, সাধারণ হরিণের চেয়ে অনেক আলাদা। শিঙের  বদলে  ভ্যাম্পায়ার হরিণের কুকুর ও নেকড়ের মত লম্বা তীক্ষ্ণ দাঁত আছে। হ্যাঁ, সত্যি তীক্ষ্ণ দাঁত, ভ্যাম্পায়ারের ফ্যাংগুলির মতো। ছেলে হরিণদের দাঁত ৮ সেমি (৩.১ ইঞ্চি) পর্যন্ত লম্বা হতে পারে। মূলত কোরিয়া এবং চীন থেকে আসা, ভ্যাম্পায়ার হরিণ বা হাইড্রোপোটস ইনেরমিস এশিয়ার বাইরে ছড়িয়ে গেছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে গেছে। এদের দুটি উপপ্রজাতি আছে - চীনা এবং কোরিয়ান। এই প্রাণীর বৈজ্ঞানিক নামের প্রথম অংশের মানে “জল পান করে যে” এবং তাদের জলের হরিণও বলা হয় কারণ তারা জলজ পরিবেশে থাকতে পছন্দ করে - হ্রদ, নদী এবং জলাভূমি তাদের পছন্দের জায়গা। দ্বিতীয় অংশের মানে 'বর্ম ছাড়া', যেহেতু তাদের শিং নেই। পরিবর্তে, তাদের ফ্যাং রয়েছে যার একটি মাত্র উদ্দেশ্য - অস্ত্রের কাজ করা। নামের যদিও তারা দেখতে সুন্দরী হরিণীর মত কিন্তু এই প্রাণীগুলি শক্তিশালী, মজবুত, লম্বা তীক্ষ্ণ দাঁত যুক্ত এবং বিপজ্জনক! ছেলে হরিণরা একা নিজস্ব এলাকায় থাকতে পছন্দ করে এবং দাঁতগুলো শুধু লড়াইয়ের কাজে ব্যবহার করে। এদের বেশ কয়েক রকম ডাক আছে। এদের প্রধান খাদ্য জলজ উদ্ভিদ, ঘাস, পাতা, ফুলফল, তবে শ্যাওলা এবং লাইকেনেও অরুচি নেই।

(www.theoffnews.com vampire deer musk deer)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours