সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
রাশিয়ান নীতিগল্প
মূল লেখক: সের্গেই মিখালকভ
তোতা একদিন সবার সামনে বড়াই করে বলল, "তোমরা জানো না, আমি কিন্তু মানুষের ভাষায় কথা বলতে পারি! পাখিদের বুলিতে আর একটা শব্দও আমার জবানে তোমরা শুনতে পাবে না!"
দোয়েল ভীষণ উত্তেজিত হয়ে লেজটা ঘন ঘন ওপর নীচ করতে করতে বলল, "শোভানাল্লা! কী বুদ্ধি ছোকরার! এবার থেকে ও খালি মানুষের গলায় কথা বলবে! ও পাখিদের বুলিকে ঘেন্না করে!"
বুড়ো দাঁড়কাক কক্ ক কক্ ক করে বলল, "ও মানুষের জবানে কথা বলতে পারে, তাই না? সে ঠিক আছে! মোটেই খারাপ কিছু নয়! কিন্তু এতে কিছুতেই বোঝায় না যে ও সবার থেকে চালাক! আরে বাবা আমিও দু'চারটে মানুষের শব্দ জানি, তাই বলে আমি নিজেকে কোন পীরপয়গম্বর তো মনে করি না!
দোয়েল কিঁইঁইঁই-কিঁচ কিঁচ করে বলে উঠল, "তুমি ওর সঙ্গে কথা বলো, মানুষের জবানে কথা বলো! ও তোমার সঙ্গে পাখির ভাষায় কথা বলবে না। তুমি নিজের কানেই শুনতে পাবে!"
"দেখা যাক", এই বলে দাঁড়কাক সেই ডালে উড়ে গেল যেখানে ওই ধাপ্পাবাজ তোতাপাখিটা বসে ছিল।
দাঁড়কাক চোস্ত মানুষের জবানে বলল, "সুপ্রভাত! সু-প্র-অ-অ-অ-ভাত! আমি হলাম গিয়ে তোমার দাঁড়কাক!"
"পলি একটা গাধা! পলি একটা গাধা!" তোতা তাকে গেরামভারি স্বরে মানুষের জবানে উত্তর দিল, "পলি একটা গাধা!"
দোয়েল আপ্লুত হয়ে বলল, "শুনলে? এবার বিশ্বাস হল তো? "
দাঁড়কাক বলল, "হ্যাঁ, এব্যাপারে আমি ওর সঙ্গে এক্কেবারে একমত!"
(www.theoffnews.com Russian folk tales birds)
Post A Comment:
0 comments so far,add yours