দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:
সংসারে ভাই ভাই ঠাঁই ঠাঁই আছে। তেমনি রাজনীতির ময়দানেও। তা বলে পৌষের মেলায় পাশাপাশি স্টল হবে না, তা কি কখনও হয়! হোক না পাশাপাশি! সব রাজনৈতিক দলই তো পৌষমেলাকে বেছে নেয় জনসংযোগের কাজে। ২০২৪ সালের পৌষমেলায় উত্তর দিকে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের স্টল পাশাপাশি সহবস্থানে আছে। বিজেপির স্টলে বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের ছবি এবং পাশেই তৃণমূল কংগ্রেসের স্টলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি জ্বল জ্বল করছে। সোমবার স্বয়ং অনুব্রত মণ্ডল স্টলে আসেন। তৃণমূল কংগ্রেসের স্টলের উল্টো দিকে অর্থাৎ উত্তর মুখী জাতীয় কংগ্রেসের স্টল যেন ওই দুটো পাশাপাশি স্টলের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আর যেন সেটিং ফেটিং টাইপের কিছু বলতে চাইছে।
জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রসিদ কংগ্রেসের স্টলটি উদ্বোধন করেন। তিনি টিপ্পনি কেটে বলেন, বলেছিলাম না, ওরা আসলে একটাই দল বিজেমূল! একই "রা" যেন জোট সঙ্গী সিপিএমের স্টলের। সিপিএমের স্টলের উদ্বোধন করেন দলের জেলা সম্পাদক গৌতম ঘোষ।
বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ অবশ্য রসিকতা করে বলেন, "উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে। তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।" সেদিক থেকে এসইউসিআই দলের স্টল একটু বেশিই তফাতে। বিজেপি তৃণমূলের পিছনে একদম আলাদা সারণিতে।
তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য কোনও সেন্স অফ হিউমারের ঝলক উছলে আসেনি। দলের তরফে বলা হয়, দলের তরফে স্টলের জন্য আবেদন করা হয়। এখানে কে কার পাশে স্টল পাবে। এটা জানা সম্ভব নয়।
যাই হোক এ নিয়ে পৌষমেলায় আগত মানুষের কৌতুকের শেষ নেই। কৌতূহলও কম নেই। বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ জানালেন, মেলায় তাদের সদস্যপদ গ্রহণের অভিযান চলছে। জানা গেছে, অন্যান্য দলগুলো এব্যাপারে পিছিয়ে নেই। নিজেদের পুস্তিকা ও সদস্য সংগ্রহের মাধ্যমে চলছে জনসংযোগের কাজ।
(www.theoffnews.com Poush Mela Shantiniketan political stalls)
Post A Comment:
0 comments so far,add yours