প্রাণকৃষ্ণ মিশ্র, লেখক, কালনা, পূর্ব বর্ধমান:
চিন্ময় দাস প্রভু এখনো বিনা অপরাধে জেলবন্দি।
আমি জানি না কতজন তাঁকে মুক্ত দেখার জন্য ব্যাকুল রয়েছেন।
এই সেই বাংলাদেশের মানচিত্র। যে মানচিত্র তৈরিতে ভারতের অবদান আজ ভুলেছে বাংলাদেশ।
আজ ওদের বন্ধু পাকিস্তান। এই পাকিস্তান এক সময় ওদের কত শোষণ করেছিল। মুক্তিযুদ্ধের আগে কত কত বাংলাদেশিকে খুন করেছিল।
এই বাংলাদেশকে স্বাধীন করতে ১৭,০০০ ভারতীয় ফৌজিকে আত্মবলিদান দিতে হয়েছিল। এই অতীতকে মনে রাখেনি বাংলাদেশের বর্তমান প্রশাসক।
বাংলাদেশের শান্তিপ্রিয় নাগরিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ আর কবে দেখব?
বাংলার মাটি লালন সাঁই, রবি, নজরুল, সত্যজিতের মাটি। এই মাটি ধর্ম নিরপেক্ষতার। কোথায় আজ সেই ঐতিহ্য?
কেন আপনারা এখনও মাথা নত করে মৌলবাদীদের ফতোয়া সহ্য করছেন বুঝি না।
আরাকান আর্মির খবর কি?
ওরাই বোধহয় ঠিক করছে!
ভারত যুদ্ধ উন্মাদ দেশ নয়। তবে আপনাদের দেশের হুমকি থামাতে ভারতের কয়েক সেকেন্ড লাগবে। বুঝি তাই ভালো হবে!
যুদ্ধ নয়, শান্তির পথে আসুন।
এতেই মঙ্গল। দুই বাংলার অতীতের মেলবন্ধন পুনরায় গড়ে উঠুক। গড়ে উঠুক ভারত-বাংলাদেশ মৈত্রী সম্পর্ক।
নয়তো অচিরেই সব শেষ দেখতে হবে। আপনারা দেখুন ভারত কিন্তু এখনও ধৈর্যের পরীক্ষা দিচ্ছে।
(www.theoffnews.com India Bangladesh Pakistan Bengal)
Post A Comment:
0 comments so far,add yours