সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
দক্ষিণ আফ্রিকার লোকগল্প
কলোনীর সীমানার ধারে বাস করত যে শেয়াল, একদিন দেখল সমুদ্রের ধার থেকে মাছ ভর্তি করে একটা ট্রাক ফিরে আসছে। সে পেছন থেকে ট্রাকটায় উঠে পড়বার আপ্রাণ চেষ্টা করেও সফল হল না। তখন সে ছুটে গাড়ির আগে গেল আর রাস্তার ওপর মড়ার মত পড়ে রইল। গাড়িটা তার কাছাকাছি এসে গেলে খালাসি ড্রাইভারকে চীৎকার করে বলে উঠল, “এই যে তোমার বৌয়ের জন্য দারুণ একটা ফারের জ্যাকেট!”
ড্রাইভার বলল, “গাড়িতে ছুঁড়ে দে।”
চাঁদনী রাতে গাড়ি তো গড়গড়িয়ে চলতে লাগল আর সারা সময় শেয়াল রাস্তার ওপর একের পর এক মাছ ছুঁড়ে ফেলতে লাগল। তারপরে সে লাফ দিয়ে রাস্তায় নেমে পড়ল আর সব মাছগুলোকে এক জায়গায় জড়ো করল। কিন্তু বুড়োহাবড়া বোকা হায়েনা ওই রাস্তা দিয়ে আসতে আসতে যতটা না তার পেট তার থেকে বেশি মাছ খেয়ে ফেলল। যে কারণে শেয়ালে ওর ওপরে মনে মনে বেজায় খচে গেল আর তাকে বলল, “তুমিও প্রচুর পরিমাণে মাছ পেতে পারো যদি তুমি ট্রাকের সামনে আমার মতো শুয়ে পড়ো আর যা কিছু হয়ে যাক একেবারে মড়ার মতো পড়ে থাকবে”।
“ওহ্! এই ব্যাপার!” হায়েনা বিড়বিড় করে বলল।
সেইমত, সমুদ্দুর থেকে যখন পরের ট্রাকটা আসছিল, হায়েনা সটান রাস্তার ওপর শুয়ে পড়ল। খালাসিটা চীৎকার করে বলল, “এই জঘন্য মালটা কে রে ভাই?” আর হায়েনাকে সজোরে এক লাথ কষাল। তারপরে একটা লাঠি দিয়ে তাকে এতো বেদম পেটাল যে হায়েনার প্রাণটুকু শুধু ধুকপুক করতে লাগল। শেয়ালের নির্দেশ মত হায়েনা যতক্ষণ পারল নিঃসাড়ে পড়ে রইল। তারপরে সেখান থেকে উঠে গিয়ে খোঁড়াতে খোঁড়াতে শেয়ালের কাছে গিয়ে যখন তার নিদারুণ দুর্দশার ঘটনা তাকে বলল, শেয়াল তাকে প্রবোধ দেওয়ার ভান করল।
“আমার কী দুর্ভাগ্য,” হায়েনা বলল, “তোমার মতো অত সুন্দর গায়ের চামড়া যদি আমার থাকত!”
(www.theoffnews.com South Africa folk tales fox hyena)
Post A Comment:
0 comments so far,add yours