মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হিন্দমোটর, হুগলি:

বাংলাদেশে চিন্ময় স্বামীর পক্ষে কোনও উকিলকে দাঁড়াতে দেওয়া হয় না। জেলে বন্দী করে জপ আহ্নিক করতে বাধা দেওয়া হয়। আর ভারতে আজমল কাসভকে বিরিয়ানি খাওয়ানো হয়। ইয়াকুব মেমুন, আফজল গুরুর মতো জঙ্গিদের জন্য মাঝরাতে সুপ্রীমকোর্ট খুলিয়ে শুনানি করা হয়। তাদের ফাঁসি হলে কান্নাকাটি হয় অসহিষ্ণু ভারত বলে।

কিছু মানুষ আর কিছু ন্যাতাগণ লাফান।

যে দেশে মুসলিম সংখ্যাগুরু সেখানে ইসলামিক রাষ্ট্র আর যেখানে হিন্দু সংখ্যাগুরু সেখানে মুসলিমের দাবি সেকুলার কান্ট্রি চাই। কি আবদার তাই না? কি কিউট বলুন তো। কি সরলতা এদের। 

সারা পৃথিবীতে মনে হয় পঞ্চাশটির ওপর মুসলিম রাষ্ট্র। কিন্তু ভার‍ত হিন্দু রাষ্ট্র হলে ওদের প্রবল আপত্তি। শুধু ওদের নয় বহু সেকুলারগিরি করা হিন্দুরও আপত্তি। সে আপনি গলায় ঝুলুন ওদের ভালো কিন্তু এদেশকে বাঁশ দিতে আসার ঠেকা নিতে কে বলেছে সেকুরা?

এক মুসলিম কাল ফেসবুকে বলছিল যা যা তোরা নেপালে চলে যা ওটা হিন্দুদের। আহা, এদের চিন্তার কত উন্নতি।

 আর ভারতবর্ষে তোর আব্বুর? জিজ্ঞেস করেছিলাম।

তার উত্তর -

না সবাই থাকবে এখানে ( কি সুন্দর)।  

তার মানে ভারত সবার মামার বাড়ি। আর বাকি মুসলিমদের জন্য আলাদাভাবে মুসলিম রাষ্ট্র থাকতে পারে, হিন্দুদের কিছুই থাকবে না। কত শখ এদের। বাংলাদেশে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে দুর্বলদের। ওপেন থ্রেট দিচ্ছে এরপরে যারা সেকুলারগিরি করবে বলতে বাধ্য হলাম তাদের ডিএনএ টেস্ট দরকার। এরাই মুসলিমদের সাথে এক হয়ে হিন্দুধর্মের ওপর কাদা ছোঁড়ে বেহেডের নত। বলে হতে দেব না হিন্দুরাষ্ট্র। 

এক এদেশীয় মুসলিমের বক্তব্য বাংলাদেশের হিন্দুদের প্রতি - "তোরা ছয় শতাংশ হিন্দু চুপচাপ থাক, প্রতিবাদ করতে যাস কেন। পারবি আমাদের সাথে ( ভারতে থেকেও মুসলিমরা সব জায়গায় সবাই এক, যেটা আমরা নই) তোরা কথা শুনে চল। নাহলে পালাতে হবে তোদের"। ভারত নামক মামার বাড়িতে বসে তার এই বার্তা বাংলাদেশের হিন্দুদের।

ঠিক বলেছেন ভাই। হিন্দুরা সব জায়গা থেকে সারা জীবন পালাক। লড়ার ক্ষমতা যে হিন্দুদের  আছে তাদেরকে সাহায্য না করে আপনাদের সাহায্য করতে দেখা যাবে যতদিন ততদিন হিন্দুদের নয় পালাতে নয় ধর্মান্তরিত হয়ে জীবন বাঁচাতে হবে। গোপাল মুখার্জ্জীর লড়াই বৃথা আজ বুঝি। সে ইতিহাস থেকেও কলকাতা শিক্ষা নেয়নি। প্রেসিডেন্সিতে ইফতার পার্টি হয় কিন্তু সরস্বতী পুজো করার অনুমতি পাওয়া যায় না। আমরা নপুংসক ক্লীব সমাজে। আপনারা বুক ফুলিয়ে নিজের ধর্মাচরণ করেন, ধর্মে আঘাত পড়লে একজোট হয়ে দেখিয়ে দেন, উন্মুক্ত অস্ত্র নিয়ে আপনারা ঘুরতে পারেন। সব মঞ্জুর হয়। আমরা আপনার সুরক্ষার দায়িত্ব নিয়ে নিজেদের সুরক্ষার ইয়ে মেরে রেখে দিয়েছি। পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, মুর্শিদাবাদ মিনি পাকিস্তান জেনেও দাঁত ক্যা^লাচ্ছি।

পারি না আমরা। আমাদের আপনাদের মনের মতো হয়ে চলার জ্ঞান দেওয়া হয়, এখানে সেকুলার ভন্ডদের দ্বারা। মুসলিম বুক ফুলিয়ে বলে আমি মুসলিম, খ্রিষ্টান বা অন্যান্য ধর্মাবলম্বীরা সবাই নিজের নিজ ধর্মের একজন বলে নিজেকে রিপ্রেজেন্ট করে। আর অদ্ভুত ব্যাপার একজন হিন্দু নিজেকে হিন্দু বলতে লজ্জা পায় (সবাই নয়)। তারা বলে, আমি মানুষ, আমার মানবধর্ম আমার কোন ধর্ম নেই এসব মারিয়ে নিজের পশ্চাৎ নিজেই মেরে (সাথে আমাদেরও) বত্রিশ পাটি বিকশিত করতে থাকে। 

পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, আমাদের বেদ আছে, গীতা আছে গর্ব করার মত এতকিছু থাকতেও একদল সস্তায় ফুটেজ খেয়ে সেক্যুলার হয়। নিজেকে হিন্দু বলতে লজ্জা পায়। কেউ নিজেকে হিন্দু বললে আদাজল খেয়ে তাকে চাড্ডি বিজেপি গোমাতার সন্তান ইত্যাদি বলে হ্যাটা করে নিজেদের বাচ্চা গাধা প্রমাণ করে। আমার সংশয় আছে তাদের জন্মবৃত্তান্ত নিয়ে। আর কিছু আছে উদাসীন তারা ভাবে যা হচ্ছে হোক আমি আবাল্পনা করে যেমন কাটাচ্ছি নিজের ধান্দায় কাটিয়ে দিই। 

আসলে গোড়ায় গলদ রয়ে গেছে। ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল যখন কেন সেক্যুলার থাকবে ভারত? সব উদারতা দেখানোর ঠেকা নিয়েছে ভারতবর্ষের হিন্দু? বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে বেইমানী কাকে বলে। তারপরও চুপ থাকতে হবে? ঘর শত্রু বিভীষণ সেকুদের ভালো ভাবলে ভুল করবেন। আপনি বিপদে পড়লে ওরা নয় পালাবে না হলে শত্রুর গলায় ঝুলে পড়বে। এরা কারোর হয় না। এরা ধান্দাবাজ। ভারতের অপমানে চুপ, হিন্দুদের বিপদে চুপ, নিজের প^শ্চাৎ ভিজে গেলেও চুপ। আজব অমেরুদণ্ডী প্রাণী এই সেকুলাররা। 

সময় এসেছে এক হবার। নিজের চিতা নিজে না সাজিয়ে সে চিতায় জ্বালিয়ে দিতে হবে সেকুলারগিরিকে আর দেশের শত্রুকে। ভীষণ বিপদ সামনে। এরপর আর কোন হিন্দুদের দেশ নেই যেখানে পালিয়ে বাঁচবেন। এপারেও সিঁদুরে মেঘ। সাবধান। চোখ খুলুন যদি সুস্থ ভাবে বাঁচতে চান আর আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচতে দিতে চান। যাদের জন্য গলা ফাটান তাদের কাছে আপনি কাফের আর কাজ হাসিলের মুরগি ছাড়া আর কিছু না। ভাবুন না হলে টিভি বিজ্ঞাপন আর ওটিটি দেখুন। চুলোয় যাক সব। 

(www.theoffnews.com Indian secular Hinduism muslim)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours