সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

রাশিয়ার নীতিমালা

একবার ছোট্ট একটি মুরগির ছানা রাশভারী এক বিশাল মোরগের কাছে গেল।

“আচ্ছা, সারসের এত বড় ঠোঁট আর এত বড় লম্বা লম্বা পা কেন আর আমার সবকিছুই এত ছোট কেন?”

“ভাগ এখান থেকে!”

“আছা, খরগোসের কানগুলো ইয়া বড় বড় কেন আর আমার ছোট ছোট কানও নেই কেন?”

“জ্বালাতন করিস না!”

“আছা, বেড়াল ছানার গায়ে কি সুন্দর লোম আর আমার গায়ে এরকম বিদঘুটে হলুদ কম্বলের ফেঁসুয়ার মত কেন?”

“কেটে পড়!”

“আচ্ছা, কুকুর ছানা কি সুন্দর লেজ নাড়াতে পারে আর আমার লেজই নেই কেন?”

“আরে থামবি তুই!”

“আচ্ছা, ছাগল ছানার কেন শিং আছে আর আমার দুটো ছোট্ট ছোট্ট শিংও নেই কেন?”

“বকবক থামাবি! আমাকে একটু শান্তিতে থাকতে দে!” মোরগ এবারে কিন্তু সত্যিই রেগে গিয়েছিল।

মুরগি ছানা কিচমিচ করে বলল - “তুমি খালি বলো, চলে যা…চলে যা! অন্য সব বড়রা বাচ্চাদের সব  কথার উত্তর দেয় কিন্তু তুমি দাও না কেন?” 

“কারণ তুমি প্রশ্ন জিজ্ঞেস করো না, তুমি বাকী সকলকে হিংসে করো” - মোরগ গম্ভীরভাবে উত্তর দিল।

আর এটাই ছিল মোদ্দা কথা।

(www.theoffnews.com Russian folk tales)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours