সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
রাশিয়ান নীতিগল্প
মূল লেখক: সের্গেই মিখালকভ
একদিন ছোট্ট ছোট্ট শিং ওয়ালা একটা ছাগলছানা সবাইকে সারাক্ষণ বিরক্ত করে বেড়াচ্ছিল। আসলে তার কিছুই করার ছিল না সেই জন্য সে খালি কারুর না কারুর পেছনে লাগছিল।
"আমি ঢুঁ মারতে চাই। আমাকে ঢুঁ মারতে দাও!..."
"একদম বিরক্ত করবে না!” টার্কি তাকে ধমক দিয়ে একথা বলে গুমোর দেখিয়ে সেখান থেকে কেটে পড়ল।
তখন ছাগল ছানা শুয়োর ছানার পেছনে গিয়ে পড়ল - "তোমাকে ঢুঁ মারতে দাও না!"
"একদম ফালতু বকবি না!" - এই বলে শুয়োর ছানা তার ছুঁচলো মুখটা কাদার মধ্যে গুঁজে দিল।
তখন ছাগল ছানা বুড়ী ভেড়ির কাছে দৌড়ে গেল।
"তোমায় আমি গুঁতোব!
"ঝামেলা করিস না, প্লিজ! চলে যা এখান থেকে, শান্তিতে থাকতে দে আমাকে। তোর সঙ্গে গুঁতোগুঁতি করা আমার শোভা পায় না।"
"কিন্তু আমি যে গুঁতোগুঁতি করতে চাই। চলো, গুঁতোগুঁতি করা যাক!"
ভেড়ি আর কিচ্ছুটি না বলে সেখান থেকে নিজেই অন্য দিকে চলে গেল।
এমন সময় ছাগল ছানার চোখ পড়ল কুকুর বাচ্চার ওপর।
"চলে এস! গুঁতোগুঁতি করা যাক!"
কুকুর বাচ্চা মহানন্দে বলল, "অবশ্যই!" আর ছাগল ছানার পায়ে কটাস করে কামড়ে দিল।
ছাগল ছানা কাঁদতে কাঁদতে বলল, "আরে দাঁড়াও, দাঁড়াও! আমি গুঁতোগুঁতি করতে চাই! এটা তুমি কী করছ?"
কুকুর বাচ্চা বলল, "কিন্তু আমি যে কামড়াতে চাই" - এই বলেই ছাগল ছানাকে আবার একবার জোরে কামড়ে দিল।
(www.theoffnews.com Russian folk tales)
Post A Comment:
0 comments so far,add yours