দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, কলকাতা:
"কল ট্যু একশন" এখন ১৮১ তম পৌষ মেলার ডাক। পূর্বপল্লী মেলার মাঠের উত্তর দিকে বিশ্বভারতীর দর্শন বিভাগের উল্টোদিকে একদম প্রথমদিকে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের ঝাঁ চকচকে স্টল। সেখানে অহোরাত্র লাইভ সম্প্রচারে চলছে বিভিন্ন মিডিয়া পার্সন থেকে বিশিষ্ট ব্যক্তিদের মূল্যবান বক্তব্য। মিডিয়া ফোরামের নতুন প্রকল্প "কল টু অ্যাকশন" কীভাবে কাজ করবে তা নিয়ে নিয়ে বিস্তারিত জানালেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কর্তাব্যক্তিরা। তাঁরা জানান, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ডিজিটাল এবং অসংগঠিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের একত্রিত করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রোমোশনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। বিশেষ প্রশিক্ষণ ও উন্নত স্ট্রাটেজির মাধ্যমে সংবাদমাধ্যমের সাহায্যে সঠিক প্রচারের ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।
জানা গেছে, "কল ট্যু একশন" এক আধুনিকতম পরিষেবা মূলক কার্যকর প্রচেষ্টা। "ফোন কলেই সার্ভিস প্রোভাইড" এই লক্ষ্যে সাংবাদিকতা থেকে শিক্ষা, কর্মসংস্থান, ভ্রমণ - সমস্ত ধরনের সামাজিক পরিষেবাকে এক ছাতার তলায় এনে ওয়েস্ট বেঙ্গল ফোরাম এক যুগান্তকারী বিপ্লব আনতে চলেছে। এর কর্মক্ষেত্র বিভিন্ন এজেন্সির মতোই বহুমুখী। কোনও একটি কোম্পানির ভালো কাজকে চ্যানেলে প্রমোশন করে বিজনেস করার পথ সুগমে নতুন দিশারি এই ভাবনা। তার ফলে কোম্পানি যেমন লাভবান হবে, তেমনি লাভবান হবে সেই মিডিয়া চ্যানেল। এক্ষেত্রে যোগসূত্রের কাজ করবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম।
(www.theoffnews.com Poush Mela Shantiniketan)
Post A Comment:
0 comments so far,add yours