দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:

আগামী ২৬ জানুয়ারি উদ্বোধন হবে স‍্যাটেলাইট প্ল‍্যাটফর্ম, মিডিয়া ফোরামের মঞ্চে ঘোষণা করলেন সংগঠনের আহ্বায়ক। 

তিনি বলেন, একটি স্লটে গণমাধ‍্যমের পোর্টালগুলো তাদের খবর সম্প্রচারের সুযোগ পাবেন। শুধু তাই নয়, নিজের ভিউয়ার্স যেমন বাড়বে, বিজ্ঞাপনের একটা পথ পাওয়া যাবে। গঠন মূলক খবর করে সামাজিক দায়বদ্ধতা রাখতে পারবে সাংবাদিক কুল। এদিন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সিটি অফিসের উদ্বোধন হয় এদিন বোলপুরে। তিনি  বলেন, বাড়ির ছোট ছেলেটি নেগেটিভ খবর দেখতে দেখতে জীবনে পজিটিভ ভাইভ হারিয়ে ফেলতে পারে। সেই ভাবনা থেকে 'পজিটিভ বার্তা' আমি গড়ে তুলি। সমাজের কল‍্যাণে ভালো কাজ করতে গেলে টাকার অভাব হয় না। ভালো কাজ করার জন‍্য মানুষ টাকার দেওয়ার জন‍্য প্রস্তুত। কিন্তু টাকা নেওয়ার লোক নেই। যারা টাকা দেবে তারা জানে কারা কাজের লোক। 

তিনি আরও বলেন, সাংবাদিক বন্ধুরা এতদিন নিজের চ‍্যানেলের জন‍্য খবর করেছেন। এবার বলবো আপনারা নিজেদের জন‍্য খবর করুন। প্রত‍্যেকের হাতে ক‍্যামেরা আছে, এবার আপনাদের নিজেদের জন‍্য খবর করতে বলবো। 

এক সম্ভাবনাময় প্রতিশ্রুতি নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম ক্রমশই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহ সাংবাদিক রবিবার শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ হাসপাতালের কনফারেন্স হলে জমায়েত হন।

(www.theoffnews.com press)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours