রূদ্রাণী মিশ্র, লেখিকা ও কবি, কলকাতা:

'দোহাই তোদের একটু চুপ কর

ভালবাসিবারে দে আমারে অবসর।'

রবীন্দ্রনাথ ঠাকুর কবি ডনের কবিতার প্রথম লাইনটির এটাই অনুবাদ করেছিলেন তার শেষের কবিতা উপন্যাসে। কবি ডনের লেট মি লাভ ইউ রবিঠাকুরের কলমে ভালবাসার নাম পেয়েছিল। অবশ্য রবি ঠাকুরের কবিতায় অসংখ্যবার চুমিবারে শব্দটির প্রয়োগ থাকলেও বাঙালির অসুবিধে হয় না। কারণ ওটা রবি ঠাকুরের কলম থেকে বেরিয়েছে। এমনিতে অন্য কেউ লিখলেই নীতি পুলিশ পাকামি করতে চলে আসবে। ছিইইইইই, তুই… ছোটবেলা চলচ্চিত্রে দেখতাম দুটো ফুল এক হয়ে গেল। কিন্তু ১,৪৫০,৯৩৫ মিলিয়ন জনসংখ্যার দেশে একজন আরেকজনকে চুমাইতে দেখলে তাহাদের গা পিত্তি জ্বলে যায়। হয়তো অসূয়া। আর জনসংখ্যার এই সংখ্যা রাশিটি হয়তো গামছা পাঠানোর নিমিত্ত ঘটেছে। জান্তি ফারো নি।

কোনও নারীকে যদি এরা দেখে, আর তখন যদি, মহিলার খোঁজ খবর নিয়ে যদি খবর পায়, মহিলা সিঙ্গেল। তা হলে হয়ে গেল, সেই মুহূর্ত থেকে এদের ঋষি বাৎসায়নের পুরো বইটা মনে পড়ে যায়। তেনারা মহাগুণী ও জ্ঞানী কবি বলে কথা। এদের দাদা দাদা বললে শুনতে হয়। এত দাদা দাদা করছো কেন, আমি তোমার সঙ্গে শুতে পারি। 

আবার এই নারীরই যদি কোনও সঙ্গী থাকে বা হাজবেন্ড থাকে তাহলে কিন্তু গল্প ভিন্ন হবে। অতএব কথাটা হইল দক্ষিণ সাগরের সমীরণ তোমাকে চুমু দিতে পারে। তবে রাত্রে নিশিপদ্মের ঘরে ঘুরে আসার মত। কেউ যাতে জানতে না পারে। আবার মন্দিরে ঠেলাঠেলির সময় মহিলাদের বক্ষ বা গোপনাঙ্গে হস্ত সঞ্চালনা তো করাই যায়। তাতে পাপ নেই। একে মন্দির তায় পুরুষ বলে কথা  বাওয়া, বললে হবে!

তবে হ্যাঁ প্রকাশ্যে নৈব নৈবে চঃ। কারণ প্রকাশ হলেই বারো খাটের জল খাওয়া যাবে না। তাই অন্য কেউ করলেই গাত্রদাহটা বেশী পরিমাণে হয়।

ধন্য ভণ্ড সমাজের ভণ্ডামি। তাদের প্রকাশ্যে ভালবাসার প্রকাশ দেখলেই ইয়ে, ইয়ে হইয়া যায়। তাই কলকাতা কালীঘাট মেট্রোয় চুমু খেতে দেখে এরাই বেশী করে নীতি পুলিশ হয়ে ওঠে।

আমি নিজে হয়তো, কাউকে এভাবে চুমু খাওয়ার কথা ভাবতেই পারব না। তবে যদি আমার মেয়ে চুমু খাচ্ছে, এমন ছবি কেউ এনে দেখায়। তাহলে সেই ছবি নিয়ে মেয়েকে দেখিয়ে বলবো, বাবুরে চারদিকে চোখ কান খোলা রাখিস। এরকম ছবি তুললেই একটা এফআইআর করে আসবি, লোকটার নামে। যাতে পরবর্তীকালে কেউ সাহস দেখাতে না পারে, কারোর ব্যক্তিগত সময়ের ছবি তুলে রাখার, তাদের অনুমতি না নিয়ে।

বিদ্রোহ আর চুমুর দিব্যি…

(www.theoffnews.com kiss Kolkata metro rail station)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours