সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
সদ্য আবিষ্কৃত প্রজাতিটির নাম আহেতুল্লা লংগিরোস্ট্রিস, যা দীর্ঘ-নাসা লাউডগা সাপ বলেও পরিচিত।
বিজ্ঞানীরা ভারতে লাউডগা সাপের একটি নতুন প্রজাতির আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন - আহেতুল্লা লংগিরোস্ট্রিস (দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে: লংগাস মানে "দীর্ঘ" এবং রোস্ট্রাম মানে "ঠোঁট" বা "স্নাউট") বা দীর্ঘ-নাসা লাউডগা সাপ (Ahaetulla longirostris)। ‘জার্নাল অফ এশিয়া-প্যাসিফিক ডাইভারসিটি’তে প্রকাশিত তথ্য অনুযায়ী বিহার এবং মেঘালয়ে প্রায় ১,১২০ কিলোমিটার ব্যবধানে পাওয়া দুটি নমুনা এই নতুন আবিষ্কৃত প্রজাতির অন্তর্ভুক্ত। বিজ্ঞানীরা ২০২১ সালে বিহার এবং মেঘালয়ে পাওয়া দুটি নমুনা পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে লম্বা-নাকওয়ালা সাপটি একটি সম্পূর্ণ নতুন প্রজাতি। এটির বৈশিষ্ট্য হলো একটি তিন কোনা মাথা এবং একটি বেঢপ-লম্বা নাক (মাথার দৈর্ঘ্যের প্রায় ১৮%) যেগুলির সাহায্যে এটিকে আহেতুল্লা গণের অন্যান্য সাপ থেকে আলাদা করা যায়।
বাল্মিকী টাইগার রিজার্ভের অগবেষিত উভচর প্রাণী এবং সরীসৃপদের অনুসন্ধান ও নথিভুক্ত করার একটি প্রকল্পের দুই গবেষক, সৌরভ ভার্মা এবং সোহম পাত্তেকার, বিহারের এই অঞ্চলে তথ্যানুসন্ধানের সময় তারা একটি মরা লতা বা লাউডগা সাপ আবিষ্কার করেন। তাঁরা জানিয়েছেন, “২০২১ সালের ১৬ই ডিসেম্বরে বিহারের গোনাউলি গ্রামের ধারে বাল্মিকী টাইগার রিজার্ভের পাশে একটি মরা লতা বা লাউডগা সাপ পাওয়া গিয়েছিল। সাপটির গায়ে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি।” যদিও নমুনাটি লতা লাউডগা সাপের অন্যান্য বিরাজিত প্রজাতির সাপের মতনই দেখতে ছিল কিন্তু এটির লম্বা “রোস্ট্রাল অ্যাপেন্ডেজ" বা থুতনি এটিকে অন্যদের থেকে আলাদা করেছিল।
সাপটি কী করে মারা গেল তা অনুমানসাপেক্ষ হলেও এটির বিশেষত্ব ওই গবেষক দুজনের চোখ এড়িয়ে যায়নি। আগে রেকর্ড করা এই প্রজাতির সাপের নমুনাগুলির মধ্যে তারা যে এই সাপটি দেখেনি সে বিষয়ে তারা নিশ্চিত ছিল। এর ফলে এই দীর্ঘ-নাসা সাপটিকে সরীসৃপদের ক্রমবর্ধমান ক্যাটালগে সর্বশেষ প্রজাতি হিসেবে যুক্ত করা হচ্ছে। এটি একটি মাঝারি আকারের সাপ যা চার ফুট লম্বা হতে পারে। নাক বা ঠোঁটের দৈর্ঘ্য, আঁশের বিন্যাস এবং রঙ সমেত অনেক দিক থেকে ভারত এবং শ্রীলঙ্কায় পাওয়া আহেতুল্লা প্রজাতি থেকে এই লাউডগা সাপটি আলাদা।
(www.theoffnews.com Ahaetulla Longirostris snake India)
Post A Comment:
0 comments so far,add yours