দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:

স্কুলেই নবান্ন অভিযান। তবে এই অভিযান একটু স্বতন্ত্র। বিদ‍্যালয় যদি গৃহকোণ হয়। তাহলে সেখানে উৎসবও হয়। বাঙালির প্রিয় উৎসব নবান্ন বা লবান উৎসব তেরো পার্বণের একটি। আবার এই অগ্রহায়ণ মাসেই পড়েছে সমস্ত শ্রেণির পার্বিক পরীক্ষা থেকে প্রাক মাধ‍্যমিক ও প্রাক উচ্চমাধ‍্যমিক পরীক্ষা। তাই কারও কারও বাড়িতে নবান্ন উৎসব হলেও, পরীক্ষার চাপে তা পড়ুয়াদের কাছে ঠিক উপভোগ‍্য হয়ে ওঠেনি। সেই সুযোগটাই করে দিলেন বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। 

ছাত্রছাত্রীদের নিয়ে নবান্ন পরব অনুষ্ঠিত হলো মঙ্গলবার শান্তিনিকেতনের পারুল ডাঙায় বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ‍্যালয়ে। আয়োজন করেন বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতি। শিক্ষকদের কথায়, মাঠে আমন ধান ওঠার সময় গ্রাম বাংলায় নবান্ন উৎসব একটি অন‍্যতম পার্বণ। শহরে এগুলো উঠে যেতে বসেছে। তাছাড়াও এই সময় পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীরা ঠিক ভাবে বাড়িতে নবান্ন উৎসব উপভোগ করতে পারেনি। সেটা মাথায় রেখে এই আয়োজন। নবান্নর মতোই ক্ষীর দিয়ে নতুন ধানের চাল গুড়োর গুলুনি, ফল মিস্টি দেওয়া হয় পড়ুয়াদের পাতে। দুপুরে মেনুতে ছিল ভাত, সবজি, মাছ, বোঁদে, পায়েস, মিষ্টি ইত‍্যাদি। প্রায় পাঁচশো পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা এক জায়গাই পাত পেড়ে খায়। দ্বাদশ শ্রেণির পরীক্ষা আগেই হয়ে গেছে। তারা ছাড়া সবাই হাজির ছিল। 

ষষ্ঠ শ্রেণির ছাত্র দেবাশীষ মুর্মূ, নবম শ্রেণির ছাত্রী শিল্পী রুজেরা জানায়, শিক্ষক শিক্ষিকাদের সাথে এক সঙ্গে বসে লবান করতে ভালোই লাগলো।

(www.theoffnews.com Nabanna Utsav School)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours