সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

রাশিয়ার নীতিগল্প 

মূল লেখক: সের্গেই মিখালকভ

এই ঘটনাটা ঘটেছিল অনেক অনেক দিন আগে...।

একরাতে এক ছোট্ট ইঁদুর ছানা দেরি করে ঘরে ফিরে সবাইকে জোর গলায় বলল, “পাশের বাড়ির বেড়ালটার সঙ্গে এইমাত্র আমার মুখোমুখি দেখা হয়ে গেল!”

এই শুনে বাকি ইঁদুররা কৌতূহলে প্রায় ফেটে পড়ে আর কি!

“সে কি! তারপর কী হল? আমাদের এক্ষুণি বল!”

“আমাদের আচমকা ধাক্কা লেগে গেল,” ছোট্ট ইঁদুর বলল, “তারপর...”

“কি ভয়ানক কাণ্ড! তারপর, ঠিক তারপরে কী ঘটল?” অন্য ইঁদুরদের আর তর সইছিল না।

“মানে, তোমরা তো জান...,” ইঁদুর ছানা দীর্ঘশ্বাস ছেড়ে, চোখ বড় বড় করে বলল, “আজকের রাতটা কি মোহময় সুন্দর! আকাশ জুড়ে মেঘেরা ছোটাছুটি করছে...তারারা মিটমিট করে হাসছে...আকাশে চাঁদ ঝলমল করছে... গা জুড়িয়ে দেওয়া আরামের একটা গরম হাওয়া বয়ে যাচ্ছে...আর আমিও এমন একটা অপূর্ব, এমন একটা চমৎকার মেজাজে ছিলাম যে...”

“কী? কী? আমাদেরকে এক্ষুণি বল! কথা বাড়াস না! আসল কথায় আয়!”

“...যে আমি বেড়ালের গায়ে টাচ পর্যন্ত করলাম না। শান্তিতে তার জীবন কাটুক!” – এই বলে ইঁদুর ছানা তার আখ্যান শেষ করল।

“ওহ্! ওহ্, কী মর্মস্পর্শী!” ইঁদুররা কিচমিচ করে বলে উঠল। “আমরাও কখনও এমন কিছু করব না যাতে বেড়ালরা কষ্ট পায়!...”

ওই ঘটনা থেকেই এই সুন্দর কিংবদন্তিটা চালু হয়েছে।

আর অনেক অনেক দিন আগে ঠিক ওই দিনটি থেকেই বেড়ালদের ক্ষতি হতে পারে, এমন কিছু ইঁদুররা আর কখনও করেনি।

(www.theoffnews.com Russian folk tales rat cat)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours