সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
সোমালিয়ার লোককথা
সে কোনও এক সময়ে ইনা হাগদার বলে একজন লোকের অনেক ভেড়া ছিল। তারপর একসময় তার ভেড়াগুলো প্রতিদিন একটা করে মরতে শুরু করল। সে কিছুতেই বের করতে পারল না যে ঠিক কী কারণে তার ভেড়াগুলো পটাপট মরে যাচ্ছে। সে বাকী ভেড়াগুলোকে দু’ভাগে সমান সংখ্যায় ভাগ করে একটা বেড়ার দু’পাশে রেখে দিল। এক ভাগের ভেড়ারা আল্লার আর অন্য ভাগের ভেড়াগুলো তার নিজের। সে আল্লার উদ্দেশ্যে বলল – “এই পশুগুলো তোমার। তুমি চাইলে এগুলোকে মারতে পার। কিন্তু আমার পশুগুলোকে রেহাই দাও”। পরের দিন আবার ভেড়াগুলো মরতে থাকল। যখনই তার একটা ভেড়া মারা যেত তক্ষুনি সে আল্লার পশুগুলোর কাছে গিয়ে একটাকে জবাই করত। কিন্তু তা সত্ত্বেও তার ভাগের ভেড়াগুলোর মরা বন্ধ হল না। সে নিজের মনেই বলল – “যখনই আমি আল্লার সঙ্গে কথা বলছি আমাকে শাস্তি পেতে হচ্ছে। আবার কথা বন্ধ করলেও শাস্তি পাচ্ছি। যাই-ই করি না কেন আমার ভেড়াগুলো মরতেই থাকছে।”
(www.theoffnews.com Somalian folk tales Sheep)
Post A Comment:
0 comments so far,add yours