সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

সোমালিয়ার লোককাহিনী

অনেক অনেক দিন আগে দুটো পাখি পরস্পরের প্রতিবেশী ছিল। একই গাছে পাশাপাশি তারা নিজেদের বাসা বানিয়েছিল। বাসা দুটো বেশ নরম আর গরম ছিল আর তাদের বাচ্চাদের জন্য নিরাপদ ছিল। কিন্তু একটা ঈগল তাদের বাসা দুটোর সন্ধান পেয়ে গেল। যখনই তারা দুজনে খাবার সংগ্রহ করতে বাসা ছেড়ে বেড়তো ঈগল তখনই এসে ওদের ডিম আর বাচ্চা খেয়ে নিতে থাকল। একটা পাখি ভাবল – “ঈগলের হাত থেকে আমাদের বাচ্চাগুলোকে বাঁচানো যায় কী করে? ঈগলের গায়ের জোর আমার থেকে অনেক বেশী। একে আমাদের ছোট্ট চেহারা তার ওপর আমরা লড়াই ঝগড়া ভালবাসি না। তাহলে আমাদের একটা বাসায় আগুন জ্বালানো যাক। ঈগলটা ধোঁয়ার গন্ধ পাবে আর কখনই এখানে আসার সাহস পাবে না।” কিন্তু বাসা দুটো ছিল গা-ঘেঁষাঘেঁষি করে আর আগুন লেগে দুটো বাসাই পুড়ে গেল আর পুড়ে ছাই হয়ে গেল আশেপাশের সবকিছু।

(www.theoffnews.com Somalia folk tales)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours