দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

ফুটবল ফুটবল, বাঙালির সেরা খেলা ফুটবল। রূপালী পর্দার ধন‍্যি মেয়ের ফুটবলের জয়গান দেখা গেল ইক্ষু সাড়া সেভেন স্টার ক্লাবের ফুটবল প্রতিযোগিতায়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয় উদ্বোধনী অনুষ্ঠানে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার সাথে উপস্থিত ছিলেন অনুব্রত। উপস্থিত ছিলেন ইলাম বাজার ব্লক সভাপতি ফজলুর রহমান, সুদীপ্ত ঘোষ সহ অন‍্যান‍্য নেতৃত্ব। 

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফুটবল খেলার পৃষ্ঠপোষক। একুশের বিধান সভা নির্বাচনে "খেলা হবে" শ্লোগান এক রাজনৈতিক মাত্রা রাখে। 

অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অনুব্রতবাবু বোলপুর জেলায় বাস্কেট বল খেলার কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, "আমরা বাস্কেট বল অনেক খেলেছি, বহু জায়গায় গিয়েছি৷ সব বোলপুরের ছেলেমেয়েদের নিয়ে৷ এখন বাঙালিদের মধ্যে খেলাধুলো কমে গিয়েছে৷ আদিবাসী ভাই-বোনেরা এই খেলাধুলোকে ধরে রেখেছে৷ এই জন্য তাঁদের আমি অশেষ ধন্যবাদ জানাই৷"

অনুব্রতবাবু আরও বলেন, "আমি চাইব, খেলাধুলোটা আবার জোর করে সবাই নামুক৷ আমাদের বাড়ির ছেলেমেয়েরা কেউ খেলতে চাইছে না৷ খেলা দরকার৷ বোলপুর-বীরভূমে আবার খেলাটা ফিরে আসুক।"

এদিন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "খেলার মাঠের লোক আমরা৷ খেলার মাঠে সব সময় ছিলাম, আবার এসেছি। আমরা চাই এভাবেই খেলাধুলো বীরভূমে ছড়িয়ে পড়ুক৷ মুখ্যমন্ত্রীও চান খেলাধুলোর প্রসার হোক৷"

(www.theoffnews.com football Birbhum)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours