দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

বাহিরিতে তৃণমূল কর্মী আক্রান্ত। বোলপুর মহকুমা হাসপাতালে হাত পা ভাঙা অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনার জেরে চাপান উতোর শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। 

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই নানুর বিধানসভার অন্তর্গত বাহিরি গ্রামে সমবায় সমিতির কর্মীর পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা। ১৬ নভেম্বর কোর কমিটির বৈঠকের পর তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। হাসপাতালের বেডে শুয়ে আহত সুজয় থাণ্ডার বলেন, তিনি বাহিরি সমবায় সমিতির ম‍্যানেজার। ক'দিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল যে গত ১৬ তারিখের পর যেন গ্রামে আমাদের দেখা না যায়। আমাদের অপরাধ যে, আমরা অনুব্রত মণ্ডলের অনুগামী। সঞ্জয় বাউড়ি, সদাই মাল, নির্মল মাল, জগু মালরা জনা দশেক দুষ্কৃতী নিজেদের কাজল শেখের অনুগামী বলে পরিচয় দিয়ে আক্রমণ করে। 

এ'ব‍্যাপারে কাজল শেখ বলেন, এটা একটা পারিবারিক অশান্তির ঘটনা। এই সময় ভোট নেই, কোনও নির্বাচনী কর্মসূচি নেই। তাহলে কেন এই ঘটনাকে রাজনৈতিক রঙ লাগানো হবে? 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, কঙ্কালীতলা পঞ্চায়েত জোর করে দখল নিয়ে কাজল শেখ বলেন, পঞ্চায়েতে কুড়ি জন সদস্যদের মধ‍্যে একজন মৃত। দুইজন আসতে পারেননি। সতেরো জন উপস্থিত। তেইশ জন বুথ সভাপতির মধ‍্যে দুইজন আসতে পারেননি কোনও কারনে, বাকি একুশজন উপস্থিত। তাহলে পঞ্চায়েত দখল কী করে হয়?

(www.theoffnews.com TMC Birbhum)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours