সুবীর পাল, এডিটর, দ্য অফনিউজ:

সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র ও জ্যোতিষবিদ্যা। অত্যাধুনিক বিজ্ঞান সম্মত অ্যাস্ট্রোলজির এ যেন মেলবন্ধনের ত্রিধারা চর্চার ত্রিবেণী সঙ্গম। শুধুই কি পারস্পরিক সমঝোতা? মোটেও না। বিতর্কের ধারালো ত্রিফলা ত্রিশূলও এখানে যথেষ্ট বিদ্যমান। এবং জোড়ালো ভাবে।

আসলে বিতর্কের বারুদটা ধিকিধিকি করে নিবু নিবু আঁচে জ্বলছিল বেশ কিছুক্ষণ যাবৎ। সেই বারুদ আঁচেই দেশলাইটা ঘষে দিলেন রেনুকা শাহ। ভারত চেম্বার লেডিস ফোরামের পদাধিকার বলে তিনি চেয়ারপার্সন। তাঁর জিজ্ঞাসা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা প্রভাব ফেলে অ্যাস্ট্রোলজির উপর? প্রশ্নটা শুনেই তৎক্ষণাৎ উত্তর দিলেন স্বাতী মোহাত্তা। তিনি অবশ্য খ্যাতনামা সংখ্যাতত্ত্ববিদ। অকপটে বললেন, সংখ্যাতত্ত্বের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনও স্থান নেই। মানুষের ভবিষ্যৎ গণনায় সংখ্যার এক অদ্ভুত রসায়ণ আছে। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এক্ষেত্রে অনাহূত অতিথির মতো। আর সেখানেই আপত্তি জানিয়ে বসলেন জ্যোতিষী অনুরাগ শর্মা। তিনি জানান, আগে একটা কুন্ডলী তৈরি করতে আনুমানিক আড়াই ঘণ্টা লাগতো। আর আজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় ওই কুন্ডলী রেডিমেট পাওয়া যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে। সুতরাং যুগ পাল্টানোর পাশাপাশি অ্যাস্ট্রোলজিতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব এই মুহূর্তে কখনই অস্বীকার করা যায় না। 

বিতর্ক কিন্তু এখানেই থেমে থাকেনি। আলোচনা প্রসঙ্গে স্বাতীদেবী বলেন, আজকাল একটা নতুন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। জীবনযাত্রার সঙ্গে সহায়ক সংখ্যার সুফল গ্রহণ করতে গিয়ে একাংশ দম্পতিরা তাঁদের আগত সন্তানের জন্মের তারিখ ও সময় আগাম নির্ধারণ করে ফেলছেন চিকিৎসকের সহায়তায়। তখনই এই কথার তীব্র প্রতিবাদ করেন অনুরাগবাবু। অনেকটা উষ্মা প্রকাশ করে বলেন, সংখ্যাতত্ত্বের ফায়দা গ্রহণ করতে একটা নবজাতকের জন্মগ্রহণ করানো হচ্ছে প্রকৃতিগত অনাকাঙ্ক্ষিত সময়ে। এটাতো মানবতা বিরোধী। সঙ্গে প্রকৃতির বিরুদ্ধাচারণ করা। জ্যোতিষবিদ্যায় এমন অমানবীয় বিধাতা বিরোধী পদ্ধতি মান্যতা দেয় না।

প্রথম শীতানুভূতির ঠান্ডা মাখা বিকেলে এমনই এক উত্তপ্ত আলোচনায় যখন বাদানুবাদের কোমল উত্তাপে উপস্থিত শ্রোতারা জড়তা কাটিয়ে বেশ চাঙা হয়ে উঠেছেন ঠিক তখনই ত্রিধারার সদ্য বিভাজনের মোড় ঘুরিয়ে ঐক্যমতের স্টিয়ারিং ধরলেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ অক্ষয় বিঞ্জরাজকা। উদাহরণ দিতে গিয়ে তিনি জানান, কোনও যুগলকে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানের মধ্যে তাঁদের বিয়ে হবে কিনা তা নিয়ে অবশ্যই ভবিষ্যৎ বাণী করতে পারে জ্যোতিষবিদ্যা। বিয়ে হলে তাঁদের বিবাহিত জীবন সুখের না অশান্তির হবে, তা নির্ণয় করতে সক্ষম সংখ্যাতত্ত্ব। আর তাঁদের সংসারের গৃহকোন কতটা দাম্পত্যে প্রভাব ফেলবে তার সুলুক সন্ধান পাওয়া যাবে প্রকৃত বাস্তুশাস্ত্রের সাহায্যে। তাই অ্যাস্ট্রোলজিতে এই ত্রিনেত্র সর্বদাই জাগ্রত জীবনের নানা প্রেক্ষাপটের অবিচ্ছেদ্য মেলবন্ধনে।

গত সোমবার কলকাতার ভারত চেম্বার অফ কমার্স'এর ভবণে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোগ্রাহী আলোচনা চক্র। এর আয়োজক ছিল ভারত চেম্বার লেডিস ফোরাম। 'দ্য সায়েন্স অফ বাস্তু এন্ড অ্যাস্ট্রোলজি' বিষয়ক আলোচনায় অতিথি বক্তা হিসেবে স্ব স্ব বক্তব্যে অংশ নেন অনুরাগবাবু, স্বাতীদেবী ও অক্ষয়বাবু।

অনুরাগবাবু বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন, কুন্ডলী করতে গিয়ে বারোটা ঘরের অবস্থান পাওয়া যায়। নটি গ্রহ ও সাতাশটি নক্ষত্রের প্রভাব পর্যায়ক্রমে যাচাই করতে হয়। বৃহস্পতিবার পারতপক্ষে টাকা কাউকে দেওয়া উচিৎ নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। তবে অর্থ গ্রহণে অসুবিধা নেই। তেমনি বুধবার ও শনিবার চুল কাটা জ্যোতিষ মতে অলুক্ষণে।

অনুরাগবাবুর কথার প্রাসঙ্গিক সঙ্গে সহমত পোষণ করে অক্ষয়বাবুর বক্তব্য, মানুষ কতটা লম্বা হবে তা নিজে ঠিক করতে পারে না। কিন্তু চওড়ার পরিমাপ অনেকটাই নির্ভর করে নিজস্ব জীবনযাপনের ইচ্ছার উপর। অনুরূপভাবে আমরা আমাদের ভাগ্য লিখন তৈরি করতে পারি না ঠিকই। কিন্তু নিজেদের কর্মফলের দ্বারা আমরা আমাদের ভাগ্যের প্রভাব অনেকটাই পাল্টাতে পারি বৈকি। তিনিও পরামর্শ দেন, পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোটা স্রেয়। অন্যথায় সূর্যদেব অভিসম্পাত দেন। আসলে আমরা সাধারণ ভাবে জানি চারটে দিকের কথা। পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। বাস্তুমতে এটা ভুল। প্রকৃতপক্ষে ষোলটা দিক রয়েছে। ঘরের দক্ষিণ পূর্ব মুখী দেওয়ালে নীল রং ঘোর অমঙ্গলের সংকেত বহণ করে। এতে অগ্নিদেব অপমানিত বোধ করেন।

উপরিউক্ত নানান অ্যাস্ট্রোলজিক্যাল টিপসের পাশাপাশি স্বাতীদেবী জানালেন, সংখ্যার মধ্যে শুন্যর কোনও ভূমিকা নেই সংখ্যাতত্ত্বের বিচার্যে। এক থেকে নয় এগুলোই অপরিহার্য। এর বিশ্লেষণ ও বিচার নিরুপম করা সম্ভব জাতকের ব্যক্তিগত নানান ভিত্তির উপরে। প্রতিটি সংখ্যার পৃথক পৃথক ভাইব্রেশন রয়েছে। যা জাতকের জন্ম তারিখ ও সময় পর্যালোচনা করে প্রয়োজন মাফিক সংখ্যার ভাইব্রেশন ব্যবহার করার উপদেশ দিই আমরা। সংখ্যাতত্ত্ব আদতে চীন ও ইজিপ্টের প্রাচীন ঘরানার জ্যোতিষ পদ্ধতি, বলে তিনি উল্লেখ করেন।

(www.theoffnews.com Astrology Vastu Numerology)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours