দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:
চণ্ডী দাস মহাবিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী এক শিক্ষা প্রতিষ্ঠানে নবীন বরণ অনুষ্ঠানে পড়ুয়াদের চটুল নৃত্য ও টাকা ওড়ানোর ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বিভিন্ন মহলে।
জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুবকেরা কলেজের ছাত্রীদের সঙ্গে নৃত্যে অংশ নেন। চটুল সেই নৃত্যের ভিডিয়ো ঘিরে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ আতাউর রহমান৷ তিনি বলেন, "নবীন বরণ ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল৷ তারপর যা ঘটেছে পুরোটাই আমার অজান্তে৷ তবে আমরা সচেতন, আর এই ধরনের ঘটনা ঘটবে না সেটা কথা দিচ্ছি৷"
তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত কলেজের নবীন বরণে নাচ করেন পড়ুয়ারা। আর তাঁদের দিকে টাকা ছুড়ে দিচ্ছেন ছাত্ররা৷ ছাত্রছাত্রীদের সঙ্গে চটুল নাচে অংশ নিতে দেখা গিয়েছে বহিরাগতদেরও। নানুরের খুঁজুটিপাড়ায় চণ্ডীদাস মহাবিদ্যালয়ের এমনই ভিডিয়ো ইতিমধ্যে সোশাল মিডিয়ায়, ছড়িয়ে পড়ার পর কলেজে অপসংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছেন সবাই৷
কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, "ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে তৃণমূল। কবি চণ্ডীদাসের নামে কলেজ৷ সেই কলেজের নাম কলুষিত করছে। বহিরাগতরা ঢুকে ছাত্রীদের সঙ্গে নাচ করছে৷ ছাত্রীদের নিরাপত্তা কোথায়? এ কোন রাজ্য, সংস্কৃতি ধ্বংসকারী দল তৃণমূল কংগ্রেস।"
(www.theoffnews.com dance college)
Post A Comment:
0 comments so far,add yours