মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হিন্দমোটর, হুগলি:

বাতাসে হাওয়ার দিকবদলের গন্ধ। ভোরে হালকা হিমেল পরশ। চারিপাশ একটু অন্যরকম। ড্রেসিংটেবিলে নতুন অতিথি কোল্ড ক্রিম, বডি লোশনকে জায়গা করে দিয়েছি। বডিঅয়েলের মিষ্টি সুবাস একটু মন আনচান। আলমারি খুলে ছুঁয়ে দেখা নরম আদুরে সোয়েটার। এরাই তো শীতের অতিথি, যারা গুটিগুটি পায়ে আসছে।

গাঁদা ফুলের টবের শান্ত স্নিগ্ধ প্রকাশের পাশেই রূপ গর্বে গরবিনী গোলাপ তার পাঁপড়ি মেলে তাকাবে তার চোখ ধাঁধানো রঙ নিয়ে। শিউলির বিদায় আসন্ন। ঝরা পথের ধুলোয় বিদায়ের বার্তায় একটু ম্রিয়মাণ সে। 

রবি ঠাকুরের ভাষায় - 

'কেন রে তুই উন্মনা, নয়নে তোর হিমকণা।

কোন ভাষায় চাস বিদায়, গন্ধ তোর কি জানায়'

এভাবেই তো কিছু ফুল ফুটে ঝরে গিয়ে আরেক ফুলের জায়গা করে দেয়। ক্ষণিকের অতিথি শিউলি বড় সংবেদনশীল। শীতের দাপট তার সইবে না। বিদায়ের প্রস্তুতি সারছে সে। যে যাওয়ার সে যাবেই সব আগল ভেঙে। 

"ফুল খিলতে হ্যায়, লোগ মিলতে হ্যায় মগর

পতঝড় মে জো ফুল মূরঝা যাতে হ্যায়,

ও বাহারো কে আনে সে খিলতে নেহি"

মনের আকুল ব্যাকুল ভাবনা উস্কে দিতেই বোধহয় গানটা ভেসে আসছে কোথাও থেকে। এ সবই স্বাভাবিক আসা যাওয়া। ঋতু বদলের খেলা। কিন্তু কখনও কখনও মন এই স্বাভাবিক চলা দিনগুলো থেকে অন্যরকম কিছু ব্যাকুলতা খুঁজে নেয়। 

স্থির জলের বুকে হঠাৎ হাওয়ায় কিছু মন কেমনের হালকা তিরতিরে ঢেউ ওঠে। উত্তুরে এলোমেলো হাওয়ায় বড় টানের আমেজ। শরীর ছুঁয়ে সে টান মনেও লাগে। প্রকৃতি ভালোবাসি তাই হয়তো এমনটা হয়। ভাবনার ঘোড়া বড় বেপরোয়া,  লাগামহীন। সামাল দেওয়া দায় তাকে।

ছোটবেলা মনে পড়ে। চেসমী গ্লিসারিন নিয়ে খেলা।ফেনা হত না। ফেনা করার চেষ্টায় হাত থেকে স্লিপ খেয়ে মাটিতে পড়ত। তুলে নিয়ে আবার চেষ্টা যতক্ষণ না মা বকে ধমকে টেনে নিয়ে যেত জল থেকে। জীবনটাও এরকমই মানুষের। কত কি করার চেষ্টায় কখন যে স্লিপ খেয়ে আমরা পালটে যাই একরূপ থেকে আরেক রূপে। নিজেকে চেনা তখন আরেক ঋতুর খেলা।

প্রকৃতির একার নয় মানুষের জীবনের ঋতু পরিবর্তনও হয়। কত কেউ আসে, কত কেউ যায়, কেউ নিয়ে যায় কিছু তো কেউ দিয়ে যায় হাসি আবার কেউ কান্না, কেউ  মুখোশ পরতে বলে তো কেউ আসল রূপের পক্ষে। কেউ হিসেব শেখায় তো কেউ পালটা ঘুরে বেহিসেবী হবার মন্ত্র দেয়, কেউ সামলে পথ চলতে বলে তো কেউ গেয়ে ওঠে-

"ম্যায় জিন্দেগী কা সাথ নিভাতা চলা গ্যয়া 

হর ফিকর কো ধুঁয়ে মে উড়াতা চলা গ্যয়া।"

সবাই কিছু না কিছু দিয়ে যায় আবার কিছু নিয়েও যায়। 

দেওয়া নেওয়ার পালাতেই আমার জীবন পাত্র ভরে উঠবে। অমৃত হোক বা বিষ, পান করতেই হবে, চলতেই হবে, যতদিন না পথ ফুরোয় অবশেষে।  ভাগফল আর ভাগশেষের খেলায় ক্লান্ত জীবনও বলে - 

ওঠানামার খেলা উপভোগ করাও একটা খেলা। নিজেকে খুঁজে নেওয়ার খেলা। চিরন্তন এ খেলা, খেলতে খেলতেই হালকা অনুযোগের সুরে মন বলছে মনে মনে-

"কেউ বলেছিল আগে কেউ বলেছিল পিছে

কেউ আগুপিছু বুঝতে না পেরে খুঁজে মরেছিল মিছে।"

(www.theoffnews.com changing seasons human)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours