দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:
সদস্য ও কর্মীদের উন্নতির জন্য তৃণমূলে যোগদান, অকপট দলবদলু নির্বাচিত গ্রামসংসদ সদস্য। ক্ষমতার বিকেন্দ্রীকরণের সমানুপাতিক হারে এখনও শিক্ষার হার বৃদ্ধি পায়নি। হায় গান্ধী! হয়তো সে কারণেই মিডিয়ার সামনে এমন অকপট স্বীকারোক্তি: আমি আমার কর্মীদের উন্নতি করতে দল পরিবর্তন করলাম। এ যেন, যেখানে ছিলাম, কামাই হচ্ছিল না। তাই এখানে এলাম।
বীরভূমের নলহাটি দুই ব্লকের ভগলদীঘি গ্রামের মিনি মোড়ে দল বদলের তৃণমূল কংগ্রেসের যোগদান সভা ছিল। সেখানে সিপিএম দলের নির্বাচিত সদস্য রমজানুর হক বেশ কয়েকটি পরিবার নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ উচ্চ নেতৃত্বের হাত থেকে পতাকা গ্রহণ করলেন।
কত সুন্দর করে রবীন্দ্রনাথকে উদ্ধার করা যেত! উদ্ধৃতি দিয়ে বলা যেত--
"তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি।
তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি।"
তেনার ভাগ্য, তাঁকে এমন ক্ষেত্রে উদ্ধৃতি দেওয়া হয়নি বা হয় না। কারণ সেবার মহান দুঃখটুকু বাদ দিয়ে সবটুকুই তাদের পেটে যায়।
অবশ্য, এখন এটুকুও বলা যাবে না। কারণ রাজনীতির লোকেরা পাঁচ টাকা নিলে দশ টাকা নিয়েছে বলা হয়, এমন কথা সর্বোচ্চ নেতৃত্বের মুখে। রাজনীতি করতে যারা আসেন, তারা ত্যাগের মন্ত্রে নাকি দীক্ষিত। তাহলে ভোগ আমি, তুমি করি
আহা! মরি মরি!
দল পরিবর্তনকারী নির্বাচিত সদস্য রমজানুর হক সদলবলে এসে মিডিয়ার সামনে বাইট দিলেন, "আমাকে এই পার্টি খুব ভালো লেগেছে। এর উন্নতি দেখে খুব সুন্দর লেগেছে। এবং গ্রামের যে সদস্যগুলো আছে বা কর্মীরা আছে তাদের উন্নতির জন্য জয়েন করেছি। আর আমাকে একান্তভাবে এই পার্টি আমার ভালো লেগেছে।"
একে রাজনৈতিক মূর্খামি বলবো? না বলবো ধূর্ততার অভাব? একদম তৃণমূল স্তরের নেতাদের দোষারোপ করে লাভ নেই।
"মহাজনো যেন গতঃ স পন্থাঃ।" যেখানে দলের শীর্ষ নেতৃত্ব এমন আকছার বলে থাকেন। "পঁচাত্তর - পঁচিশ ভাগ" সরলীকরণের কাছে এই ধরনের কথা তো নেহাতই শিশু।
শাস্ত্র বলে এই জগৎ অক্ষর। তাই অক্ষর যুক্ত শব্দকে আক্ষরিক অর্থেই বিচার করা যেতে পারে। একবারটি ভেবে দেখুন, কী সহজে রমজানুর হক বলতে পারলেন: আমাকে এই পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেস খুব ভালো লেগেছে। এর উন্নতি দেখে খুব সুন্দর লেগেছে। এর উন্নতি বলতে তিনি কী বলতে চেয়েছেন? তা স্পষ্ট নয়। হতে পারে দলের সদস্য বৃদ্ধি, শক্তি বৃদ্ধি। হতে পারে নেতাদের শ্রীবৃদ্ধি। সব শেষে তিনি মাস্টার স্ট্রোক দিলেন : "এবং গ্রামের যে সদস্যগুলো আছে বা কর্মীরা আছে তাদের উন্নতির জন্য জয়েন করেছি।" এরকম অকপটে ভাবে ক'জন বলতে পারে, সাধারণ জনতা নয়, দলীয় কর্মীদের উন্নতি করতে এসেছি। আমি তাকে বাহবা দিই! কিন্তু প্রশ্ন, নিজের ঘর গোছাতে কি বাদ রাখবেন? আর উপরে? আরও উপরে?
জনার্দন গাইতে থাকুন, তোমার ঘরে বাস করে কারা? ও মন জান না, তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না তোমার ঘরে বসত করে কয় জনা এক জনায়... বলবেন, থাক! থাক!
(www.theoffnews.com TMC CPIM Birbhum)
Post A Comment:
0 comments so far,add yours