দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

লোনের টাকা না দিয়েই ইএমআই এর টাকা কেটে নেবার অভিযোগ উঠলো রামপুরহাটের একটি ফাইনান্স সংস্থার বিরুদ্ধে।

অভিযোগ, রামপুরহাটের একটি সংস্থার কাছে লোন নেবার জন্য আবেদন করেন ইলামবাজার থানার খাদিমপুকুর গ্রামের মহঃ মতিউর রহমান নামের এক যু্বক। তিনি লোনের আবেদন করার পর তাদের সুদের পরিমান বেশী হওয়াই লোনের আবেদন প্রত্যাহারও করে নেন। তার কাগজ পত্র ফেরতও দেয় ওই সংস্থা। 

তারপর চলতি বছরের ৭ আগষ্ট ওই যুবকের  নিজস্ব এ্যাকাউন্ট থেকে ৩৩ হাজার ২৪৭ টাকা কেটে নেবার অভিযোগ ওঠে। 

টাকা কেন কেটে নিল তা জানতে চেয়ে ওই সংস্থাকে চিঠিও দেন সংশ্লিষ্ট যুবক। পনেরো দিনের মধ্যে টাকা ফেরতের আশ্বাস দিলেও টাকা ফেরত পাননি। অবশেষে জেলা আদালতের আইনি পরিষেবা দফতরের দ্বারস্থ হোন তিনি। 

লোনের আবেদনকারী মতিউর রহমান বলেন, অন্যায় ভাবে আমার টাকা কেটে নিয়েছে। টাকা ফেরতের আশ্বাস দিলেও ফেরত দেয়নি ওই সংস্থা।

আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, "ওই যুবক লোনের জন্য আবেদন করেন কিন্তু লোন নেয়নি। নেব না বলেও জানায়। ওই সংস্থা থেকে কাগজপত্র ফেরতও নেয়। তারপরও টাকা কেটে নিয়েছে। তার লিখিত অভিযোগ আইনি পরিষেবা দফতরে জানানো হয়েছে।"

ইলামবাজার রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের ম‍্যানেজার কার্ত্তিক পাল বলেন, কেসটি আমাদের হাতে নেই। ইএমআইয়ের টাকা ফেরত পেতে হলে, গ্রাহককে কাস্টমার কেয়ারে অভিযোগ করতে হবে।  

মতিউর রহমান বলেন, "কাস্টমার কেয়ারে ইমেল মারফৎ বার বার আবেদন করেও কোনও লাভ হয়নি। বেসরকারি ফাইনান্স সংস্থার সাথে কথা বলেও কোনও  সুফল মেলেনি। সেজন‍্য আইনের স্মরণাপন্ন হয়েছি।"

(www.theoffnews.com EMI Corruption Birbhum)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours