দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:
রবীন্দ্রনাথের স্বহস্তে আঁকা দুর্লভ চিত্রপ্রদর্শনী শুরু হলো নন্দন আর্ট গ্যালারিতে। কলাভবন ও ওয়ার্লড হেরিটেজ সাইট এই অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন। উপস্থিত ছিলেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক, ওয়ার্লড হেরিটেজ সাইটের কোঅর্ডিনেটর স্বাতী গাঙ্গুলি, কলাভবনের ভারপ্রাপ্ত কিউরেটর শিশির সাহানা প্রমুখ। এই প্রদর্শনী শুরু হলো সোমবার। প্রদর্শনী চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত। নন্দন আর্ট গ্যালারীর তিনটি রুমে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবীন্দ্র বিদগ্ধ রমন শিবকুমার চিত্রগুলো বাছাই করেছেন। রবীন্দ্রনাথের থ্রী ডাইমেনশনের আটাত্তরটি ছবি এবং দুটি সেরামিকের ফ্লাওয়ার ভাজ বা ফুলদানি এবং বাঁশের মুখ সহ ট্যু ডাইমেনশনের কাজ এখানে আছে। মূলত: রবীন্দ্রনাথের নৈসর্গিক প্রকৃতির ছবি, মানুষের মুখ, এবং কিম্ভুত ছবি ও পাশাপাশি টুডলস বা চিত্রলিপি থাকছে। ওয়ার্লড হেরিটেজ সাইটের কোঅর্ডিনেটর স্বাতী গাঙ্গুলি জানান, এগারো এবং ষোলো সালের পর এই প্রথম এতো বড় আকারের প্রদর্শনী হচ্ছে। নন্দন এবং রবীন্দ্র মিউজিয়ামে রবীন্দ্রনাথের কিছু চিত্র আছে। এক্ষেত্রে শুধুমাত্র নন্দনের চিত্রগুলো স্থান পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা আসল ছবি এই প্রদর্শনী স্থান পেয়েছে। এটা বিরাট পাওনা। মূলত: গুরুদেব তেষট্টি চৌষট্টি বছর বয়সে ছবির কাজ শুরু করেছেন। তাঁর বহুমুখী প্রতিভার একটি অনবদ্য নিদর্শন জন সমক্ষে এলো। আগে বিদেশেও এর প্রদর্শনী হয়েছে। তবে এত বড়ো আকারে ইতিপূর্বে হয় নি। কলাভবনের অধ্যক্ষ জানান, পয়লা এবং দোসরা ডিসেম্বরে নন্দন মেলা হবে। এই সময় প্রদর্শনীর আয়োজন হওয়ার ফলে অনেক শিল্প অনুরাগীরা লাভবান হবেন। নিরাপত্তার কারণে কেউ ভিতরে মোবাইল নিয়ে যেতে পারবেন না। তবে বাইরে কিউআর কোডের ব্যবস্থা আছে। স্ক্যান করে ইচ্ছুক ব্যক্তিরা ছবি ডাউনলোড করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন বলেন, এই চিত্র প্রদর্শনী থেকে পড়ুয়ারা খুবই উপকৃত হবেন। এতদিন সবাই ফটোগ্রাফী দেখেছেন। কিন্তু এবার আসল চিত্র দেখতে পাবেন।
(www.theoffnews.com Visva Bharati painting Rabindranath Tagore)
Post A Comment:
0 comments so far,add yours