দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:
রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ সহ সমাজের বিভিন্ন ইতিবাচক ও উন্নয়ন মূলক সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর গণমাধ্যমের বৃহৎ প্লাটফর্ম ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। সংগঠন তাদের রাঢ বাংলা জোনাল কনফারেন্স করতে চলছে বোলপুরে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে। আগামী ২২ ডিসেম্বর সকালে তাদের এই সভায় উপস্থিত থাকছেন রাজ্যের বিভিন্ন জেলার সাংবাদিকরা। এই সম্মেলন সংগঠনের দ্বিতীয় সম্মেলন। তার আগে উত্তরবঙ্গে 8 ডিসেম্বর শিলিগুড়ি সিনার্জি টাওয়ারে অনুষ্ঠিত হতে চলেছে তাদের উত্তরবঙ্গ জোনের প্রথম সম্মেলন।
সংগঠনের তরফে জানা গেছে, রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে গণমাধ্যমের সদর্থক উদ্যোগে ব্রতী হতে বিভিন্ন পেশার মানুষ এই সংগঠনের পাশে দাঁড়িয়েছে। সমস্ত ধরণের গণমাধ্যমের সংবাদকর্মীদের এক ছাতার তলায় এনে সমাজ কল্যাণমূলক খবরের প্রসার ঘটিয়ে এক সুন্দর ইতিবাচক সমাজের স্বপ্ন দেখে এই সংগঠন। সেই লক্ষ্যে রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে ঐক্যবদ্ধ হয়ে তারা বিভিন্ন জায়গায় বৈঠক করতে চলেছে। সমাজের সাথে সাথে গণমাধ্যমের বিকাশ, সংবাদকর্মীদের সুরক্ষা সহ বিভিন্ন দিগনিদর্শন করতেই তাদের এই বৈঠকগুলি হতে চলেছে, বলে জানা গেছে। সমস্ত জোনের বৈঠক শেষ হলে, এই সংগঠন এক শক্তিশালী গণমাধ্যমের আওয়াজ হিসেবে প্রকাশ পেতে চলেছে বলে অভিজ্ঞ মহলের ধারণা।
(www.theoffnews.com webnews reporter organisation)
Post A Comment:
0 comments so far,add yours