দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:
রেল পাড়ের শতাব্দী প্রাচীন খারপুকুরে যুগ যুগ ধরে পবিত্র ছট পুজো হয়ে আসছে। কিন্তু এবার সেই ঐতিহ্যবাহী খার পুকুরে হচ্ছে না ছট পুজো। কয়েক বছর আগেও পুণ্যার্থীরা এই পুকুর পাড়ে ছট পুজো উপলক্ষ্যে জমায়েত করতো, বলে জানান এলাকা বাসী। সেই সব ঘটনা এখন অতীত। অভিযোগ, গত কয়েক বছর আগে সেই খারপুকুরটি কচুরিপানায় ভরে যায়। ওয়ার্ডবাসীর আন্দোলনের ফলে তৎকালীন মাননীয় পৌর পিতা অশ্বিনী তেওয়ারি খারপুকুরটি পরিষ্কার করতে উদ্যোগী হোন।
বর্তমানে খারপুকুরটি রেলের কাছ থেকে লিজে নিয়ে মাছ চাষ করছেন রামপুরহাট পৌরসভার প্রাক্তন উপ-পৌরপতি। গত কয়েক মাস ধরে খারপুকুরটি পরিষ্কার না করার ফলে গোটা পুকুরটি কচুরিপানায় ভরে গিয়েছে। যার ফলে পুকুরে থাকা মাছ মারা গিয়ে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনকি দূষিত জল থেকে মশা বাহিত রোগ এলাকায় ছড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পুকুরটি পরিষ্কার না করার ফলে এ বছর ঐতিহ্যশালী খারপুকুরে ছট পূজা হচ্ছে না। এ'ব্যাপারে প্রতিক্রিয়া নিতে রামপুরহাট পুরসভার পুরপিতা সৌমেন ভকতকে ফোন করা হয়। তার ফোনে রিং হলেও তিনি ধরেননি।
(www.theoffnews.com Birbhum Chhat puja)
Post A Comment:
0 comments so far,add yours