দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:
ওয়ার্ল্ড হেরিটেজের অন্যতম দর্শনীয় স্থান 'শান্তিনিকেতন গৃহ' খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য৷ ইতিমধ্যে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ শান্তিনিকেতন গৃহ সংস্কার করে বিশ্বভারতীর হাতে তুলে দিয়েছে। রক্ষণাবেক্ষণ সহ নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখে খুব দ্রুত পর্যটকদের জন্য এই ঐতিহ্যবাহী গৃহটি খুলে দেওয়া হবে৷ পর্যটকেরা রবীন্দ্রভবন সংগ্রহশালার পাশাপাশি এবার থেকে এই শান্তিনিকেতন গৃহের দর্শনলাভ করতে পারবেন। রবীন্দ্রভবন সংগ্রহশালার টিকিটেও যুক্ত করা হয়েছে শান্তিনিকেতন গৃহের নাম।
বিশ্বভারতী সূত্রে জানা গেছে, "এতদিন কাজ চলছিল। এএসআই সংস্কার করছিল। তারা শান্তিনিকেতন গৃহ বিশ্বভারতীর হাতে তুলে দিয়েছে। দ্রুত সিকিউরিটি অফিসার সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করে পর্যটকদের উদ্দেশ্যে এই গৃহ খুলে দেওয়া হবে।"
উল্লেখ্য, 1895 সাল থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে এই গৃহে বসবাস শুরু করেন। সেকারণে এই বাড়ির ঐতিহ্য বা গুরুত্ব অনেক বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও এই বাড়িতে প্রতাপচন্দ্র মজুমদার, আচার্য শিবনাথ শাস্ত্রীর মতো ব্রাহ্ম পণ্ডিতেরা এক সময় থেকেছেন। তাছাড়াও, ঠাকুর পরিবারের দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, দ্বীপেন্দ্রনাথ ঠাকুর প্রমুখও শান্তিনিকেতন গৃহে বাস করেছেন। এমনকি, মহাত্মা গান্ধী, মদনমোহন মালব্য, যদুনাথ সরকার, রাধাকমল মুখোপাধ্যায়ের মতো দেশ বরেণ্যরা এখানে কাল যাপন করেছেন। পৌষ উৎসবের সময় প্রথাগতভাবে এই গৃহ থেকেই সানাই বেজে ওঠে।
(www.theoffnews.com Visva Bharati Shantiniketan Griha)
Post A Comment:
0 comments so far,add yours